প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় থেকেই উত্তরবঙ্গে তৃণমূলের ভরাডুবি শুরু হয়েছে। তারপর ২০২১ এর নির্বাচনে সারা রাজ্যে তৃণমূল ভালো ফল করলে উত্তরবঙ্গে তারা ভালো ফল করতে পারেনি। এমনকি ২০২৪ এর লোকসভা নির্বাচনেও সেই উত্তরবঙ্গে মুখ থুবড়ে পড়েছে ঘাসফুল শিবির। সামনেই বিধানসভা নির্বাচন। তাই এবার উত্তরবঙ্গ থেকে যাতে বেশি আসন পাওয়া যায়, তার জন্য মরিয়া চেষ্টা করছে তৃণমূল নেতৃত্ব। তাই একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধীতার জন্য দলীয় সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন, ঠিক সেই দিনেই জেলা ধরে ধরে সাংগঠনিক বৈঠক শুরু করতে চলেছেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, আজ উত্তরবঙ্গের ২ জেলা দিয়ে নিজের সাংগঠনিক বৈঠক শুরু করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাকে নিয়ে আজ বৈঠক করবেন তিনি। মূলত, সেই জেলার দলের সভাপতি, চেয়ারম্যান, যুব সভাপতি সাংসদ এবং বিধায়কদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে শুধু আজকেই শেষ নয়, আগামী বুধবার মালদহ এবং জলপাইগুড়ি এবং বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলাকে নিয়ে বৈঠক করবেন তৃণমূলের সাধারণ সম্পাদক। আর এখানেই অনেকের প্রশ্ন যে, তাহলে কি উত্তরবঙ্গের সংগঠন পুনরুদ্ধারের জন্য এবং বিজেপিকে চাপে ফেলতেই রাজনৈতিক কৌশল শুরু করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এবার যাতে উত্তরবঙ্গ থেকে বেশি আসন তৃণমূলের ঝুলিতে আসে, তার জন্য কি জেলা ধরে ধরে কোথায় কি সমস্যা আছে, তা বিশ্লেষণ করার চেষ্টা করছেন তিনি?
বিজেপির দাবি, এই সমস্ত বৈঠক করে লাভের লাভ কিছু হবে না। উত্তরবঙ্গের মানুষ দুহাত ভরে বিজেপিকে সমর্থন করবেন। উত্তরবঙ্গকে অবহেলিত করেছে তৃণমূল। এখানে উন্নয়ন পৌঁছয় না। তাই ২০১৯ এর লোকসভা থেকে এখানে বিজেপির যে বিজয় রথ শুরু হয়েছে, আগামী বিধানসভা নির্বাচনেও তা অব্যাহত থাকবে এবং উত্তরবঙ্গ থেকে তৃণমূল ২০২৬ এর বিধানসভা নির্বাচনে একটিও আসন পাবে না বলেই দাবি করছে গেরুয়া শিবির।
বিশেষজ্ঞদের মতে, জেলা ধরে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে এই বৈঠকের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলাস্তরে আরও বেশ কিছু রদবদলের সিদ্ধান্ত জানিয়ে দিতে পারেন। কোথায় কাকে দিলে ভালো ফল হবে, তা জানার জন্যই হয়ত জেলা নেতৃত্বকে ডেকে আলাদা করে আলোচনা করছেন তিনি। সেক্ষেত্রে জেলা ধরে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক তৃণমূলের অন্দরমহলে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ দিয়ে তার এই সাংগঠনিক বৈঠক শুরু করলেও, সেখানে ঘাসফুল ফোটাতে তার এই কৌশল কতটা কাজে দেয়, সেদিকেই নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের।