প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে যখন বেকারদের হাতে কাজ নেই, যখন ২৬ হাজার যুবক যুবতীর চাকরি চলে গিয়েছে কিছু অযোগ্যদের সুযোগ দেওয়ার জন্য, তখন কিছু কিছু রাজনৈতিক নেতার ছবি প্রকাশ্যে আসছে। কেউ কেউ নিউ লুকে ধরা দিচ্ছেন। বলার অপেক্ষা রাখে না যে, কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে অত্যন্ত নয়া চেহারায় আরও উদ্যমী দেখাচ্ছে তাকে। ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। যুব সমাজের আইকন বলে তাকে প্রচার করছেন তৃণমূলের সর্বস্তরের নেতারা। তবে এবার সেই নিউ লুক নিয়েই ঘুরিয়ে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পিসির ভুলের জন্য সমস্ত বেকার যুবক যুবতীরা যে অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছেন, সেই কথা উল্লেখ করলেন তিনি।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার তৃণমূলের নেতারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিউ লুক নিয়ে ব্যাপক প্রচার করা শুরু করেছেন। তাদের বক্তব্য, ইদানিংকালে যুব সমাজের কাছে আরও গ্রহণযোগ্য হয়ে উঠেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র রাজনৈতিক নেতা হিসেবে নয়, নিজেকে কি করে ফিট রাখতে হয়, সেটাও তিনি তুলে ধরেছেন সকলের সামনে। তবে এই সমস্ত নিউ লুক দেখে যে পশ্চিমবঙ্গের যুব সমাজের খিদে মিটবে না, তারা যেভাবে সমস্যার মধ্যে রয়েছেন, যেভাবে সেই ভাইপোর পিসি পশ্চিমবঙ্গের যুব সমাজকে বিপদের মুখে ফেলে দিয়েছেন, সেই কথা তুলে ধরলেন শুভেন্দু অধিকারী। স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন, এইসব নিউ লুকে কোনো কাজ হবে না।
গতকাল প্রধানমন্ত্রীর জন্মদিনের দিন একটি কর্মসূচিতে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নতুন লুকে ধরা দিয়েছেন, তাকে খোঁচা দেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, “নিউ লুকের ছবি দিয়ে কিছু হবে না। দুই কোটির বেশি যুবক। দুইবার, তিনবার সেলাই করে একটা প্যান্ট পড়েন, এত আর্থিক দুরাবস্থা আমাদের এই বাংলার। এই যুবক যুবতীদের জন্য আপনার পিসি সর্বনাশ ছাড়া ভালো কিছু করেননি। পিসির দুটোই এজেন্ডা, তোষণ করো আর ভাতা বিতরণ করো। বাংলাকে শেষ করো।”