প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এসআইআর আবহে বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে যে, পশ্চিমবঙ্গে ঠিক কত বাংলাদেশী রয়েছে। এতদিন তৃণমূলের পক্ষ থেকে বলা হতো যে, বাংলায় কোনো অনুপ্রবেশকারী নেই। কিন্তু এসআইআর শুরু হওয়ার পর থেকেই সীমান্তে যে পরিমাণ ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং যেভাবে ক্যামেরার সামনে অনেকে বলছেন যে, তারা ওপার থেকে এসেছিলেন, তারাই এখন আবার ওপারে ফিরে যাওয়ার চেষ্টা করছেন। স্বাভাবিকভাবেই বিজেপি এই সমস্ত বিষয় দেখিয়ে তৃণমূলকে আরও চাপে ফেলে দিচ্ছে। আর এসবের মধ্যেই যারা বাংলাদেশী, তারা ভালোমতো চলে গেলে ভালো, আর যদি তারা না যায়, তাহলে তাদের জন্য যে কড়া ট্রিটমেন্ট অপেক্ষা করছে, তা স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
এদিন মেদিনীপুরে বিজেপির পক্ষ থেকে পরিবর্তন সংকল্প সভার আয়োজন করা হয়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশী মুসলিমদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বাংলাদেশ থেকে আসা হিন্দু শরনার্থীদের পাশে যে কেন্দ্রীয় সরকার রয়েছে, তা স্পষ্ট করে দেন তিনি। তবে যারা বাংলাদেশী, যারা ওপারে সংখ্যাগুরু হয়ে থাকা সত্ত্বেও এপারে এসে এতদিন অবৈধভাবে ছিলেন, তাদের যে ছেড়ে কথা বলা হবে না, সেই কথাও উল্লেখ করেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি।
সুকান্তবাবু বলেন, “যারা ভারতবর্ষের নাগরিক, সে হিন্দু হোক, মুসলিম হোক, সে হয়ত আমাদের ভোট দেয় না। কিন্তু তারও নাম ভোটার লিস্টে থাকবে। ভারতীয় জনতা পার্টি সেই নীতিতে বিশ্বাস করে। কিন্তু কেউ যদি বলে, আমরা ওপার থেকে এসেছি। তুমি যদি হিন্দু হও, তোমার জন্য নরেন্দ্র মোদীর সরকার সিএএ আইন পাস করেছে। তার মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে এবং ভোটার লিস্টে নাম উঠবে। আর তুমি যদি বাংলাদেশ থেকে মুসলমান হয়ে এখানে আসো, তাহলে তুমি বেশি রোজগার করতে এসেছ। বাবা, হাতজোড় করছি। ফিরে যাও। হয় ফিরে যাবে, না হলে আমরা তুলে ফেলে দেওয়ার ব্যবস্থা করব।”
