Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বন্দেমাতরম গানের সঙ্গেও এমন বিশ্বাসঘাতকতা? নেহেরুর কথা তুলে ধরে কংগ্রেসের পর্দাফাঁস করলেন মোদী!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
গোটা দেশের কাছে এটা অত্যন্ত গর্বের দিন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দেমাতরম সংগীতের ১৫০ বছর পূর্তি উদযাপিত হচ্ছে গোটা দেশ জুড়ে। বিজেপির পক্ষ থেকেও এই কর্মসূচি মহা সমারোহে পালন করা হয়েছে। বাঙালি হিসেবে তো বটেই, ভারতবাসী হিসেবেও সকলেই এর জন্য গর্বিত। তবে এই বন্দেমাতরম সংগীতকে নিয়েও, এমন বহু মূল্য গানকে নিয়েও যে ভয়ংকর অতীত রয়েছে এবং কিভাবে এই বন্দেমাতরম সঙ্গীতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, ভরা সংসদে দাঁড়িয়ে সেই তথ্য সামনে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্ষেত্রে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর কথা তুলে ধরে কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি।

আজ সংসদে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দেমাতরম সংগীতের যে সার্ধশতবর্ষ পূর্তি হয়েছে, তা নিয়ে আলোচনার সময় বরাদ্দ হয়েছে। আর সেখানেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতবর্ষের অতীত ইতিহাস তুলে ধরে এই বন্দেমাতরম সংগীতকে সম্মান জানিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদানের কথা তুলে ধরেন তিনি। শুধু তাই নয়, কংগ্রেসকে কটাক্ষ করে কিভাবে এই বন্দেমাতরম সংগীতকেও একসময় অপমান করা হয়েছিল, সেই ব্যাপারে সোচ্চার হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার দাবি, বন্দেমাতরমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কংগ্রেস।

এদিন সংসদে বন্দেমাতরম সংগীতের সার্ধশতবর্ষ উপলক্ষে আলোচনার জন্য সময় বরাদ্দ হয়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “নেহেরু নেতাজি সুভাষচন্দ্র বসুকে একটি চিঠি দিয়েছিলেন। সেখানে বলা হয়েছিল, বন্দেমাতরম মুসলিমদের প্ররোচিত করতে পারে। এটা বন্দেমাতরমের সঙ্গে বিশ্বাসঘাতকতা।” অর্থাৎ ইতিহাসকে তুলে ধরে একেবারে ভরা সংসদে কংগ্রেসকে রীতিমত অস্বস্তির মুখে ফেলে দিলেন নরেন্দ্র মোদী। যে কংগ্রেস দেশপ্রেমের কথা বলে, তাদেরই প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু নেতাজী সুভাষচন্দ্র বোসকে চিঠি দিয়ে যে কথা এই বন্দেমাতরম সংগীত সম্পর্কে বলেছিলেন, তা যে অত্যন্ত দুর্ভাগ্যজনক, সেই তথ্য সামনে এনে হাত শিবিরকে রীতিমত চাপের মুখে ফেলে দিলেন দেশের প্রধানমন্ত্রী বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Exit mobile version