Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বন্দেমাতরম্ সংগীতের ১৫০ তম বর্ষ উদযাপন না করে অভিষেকের জন্মদিন পালন? রাজ্যকে ধুয়ে দিলেন সুকান্ত!  

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ গোটা দেশের জন্য একটা গৌরবের দিন। কারণ আজকের দিনে যে বন্দেমাতরম সংগীত আমাদের জাতীয়তাবোধকে জাগ্রত করেছিল। তার ১৫০ তম পূর্তি উদযাপন হচ্ছে গোটা দেশজুড়ে। বিজেপির পক্ষ থেকেও আজ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে। বঙ্গ বিজেপি এই কর্মসূচিকে ছড়িয়ে দিতে এবং দেশাত্মবোধকে জাগ্রত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে যে তৃণমূল কংগ্রেসের নেতারা বাংলা ও বাঙালি নিয়ে এত বেশি দাবি করে, তারা কেন এই বন্দেমাতরম সংগীতের ১৫০ তম উদযাপনে সেই অর্থে কোনো কর্মসূচি করছে না? উল্টে আজ যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, সেহেতু বিভিন্ন জায়গায় তার জন্মদিনকেই বেশি করে পালন করার ক্ষেত্রে কেন তৃণমূলের নেতাদের এত বেশি উৎসাহ? এবার তা নিয়েই রাজ্য প্রশাসন এবং শাসক দল দুজনকেই ধুয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, ইতিমধ্যেই রাজ্য বিজেপির পক্ষ থেকে আজ যেহেতু বন্দেমাতরম সংগীতের ১৫০ তম বর্ষ উদযাপন হচ্ছে গোটা দেশজুড়ে, সেহেতু তারাও তাদের মত করে কর্মসূচি ঘোষণা করেছে। রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতারা জাতীয় পতাকা নিয়ে এই কর্মসূচিতে শামিল হবেন। কিন্তু আশ্চর্য জনকভাবে যে তৃণমূল কংগ্রেস বিজেপিকে বাংলা বিরোধী বলে দাবি করে, সেই দলের দেশের গৌরবের এত বড় বিষয় নিয়ে কেন বাড়তি উৎসাহ নেই? কেন আজকের দিনে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন জন্য সেই বিষয় নিয়ে এত বেশি তৎপর! যারা অন্যকে বাংলা বিরোধী বলে, তারা নিজেরাই কি আজকের দিনে দেশকে উৎসাহিত করার মত, দেশের গৌরবের মত এত বড় মুহূর্ত আসার পরেও সেই কর্মসূচি না করে নিজেরাই বাংলা বিরোধী হয়ে যাচ্ছে না? এই প্রশ্ন বিভিন্ন মহলে তৃণমূলের বিরুদ্ধে উঠতে শুরু করেছে। আর এসবের মধ্যেই এবার বন্দেমাতরম সংগীতের ১৫০ তম বর্ষপূর্তিতে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানেই রাজ্যের শাসক দলকে কটাক্ষ করে তিনি বলেন, “বাঙালির কৃষ্টি, বাঙালির সংস্কৃতি তা যদি বাংলার সরকারই না করে, তাহলে অন্য আর কে কি করবে? বাঙালির যে এত বড় অবদান, এই বিষয়কে রাজ্য সরকারের যেভাবে উদযাপন করার কথা ছিল, তারা সেভাবে একেবারেই উদযাপন করছে না। উল্টে বিভিন্ন জায়গায় নাকি শুনতে পাচ্ছি, অভিষেক ব্যানার্জির জন্মদিন পালন হচ্ছে। জানি না, ভারতের জন্য কটা মেডেল, কটা নোবেল নিয়ে এসেছেন, কটা গবেষণাপত্র প্রকাশ করেছেন অথবা কি মহান কাজ করেছেন, তা আমাদের জানা নেই। বঙ্কিমচন্দ্রের বন্দেমাতরম রচনা থেকে অভিষেক ব্যানার্জীর জন্মদিন পালন, যে সরকারের কাছে বা যে দলের কাছে গুরুত্বপূর্ণ হয়, তাদের হাতে অন্তত বাংলা এবং বাঙালি সুরক্ষিত নয়।”

Exit mobile version