Site icon প্রিয় বন্ধু মিডিয়া

ভোটের অপেক্ষা নয়, SIR সুষ্ঠুভাবে করতে এবার রাজ্যে কেন্দ্রীয় বাহিনী? তুঙ্গে জল্পনা!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গ সহ প্রায় ১২ টি রাজ্যে এসআইআর হচ্ছে। কিন্তু কোথাও থেকে কোনো অশান্তির খবর পাওয়া যাচ্ছে না। একমাত্র ব্যতিক্রম এই বাংলা। যেখান থেকে প্রত্যেকদিন খবর পাওয়া যাচ্ছে যে, কোনো না কোনো ঘটনা ঘটছে‌। বিরোধীদের অভিযোগ, তৃণমূল খুব ভালো মতই জানে, অবৈধ ভোটারদের নাম থাকবে না। আর সেই কারণেই যেভাবেই হোক, এসআইআর প্রক্রিয়াকে বানাল করার জন্য তারা সব রকম কৌশল বেছে নিয়েছে। এক্ষেত্রে অনেক জায়গায় বিএলওরা নিরপেক্ষভাবে কাজ করতে চাইলেও তাদের ভয় দেখানো হচ্ছে। এক্ষেত্রে তাদের নিরাপত্তা সুনিশ্চিত নয়। তাই তারা অনেক জায়গাতেই তৃণমূলের হুমকির কাছে নতিস্বীকার করতে বাধ্য হচ্ছেন এবং সিস্টেমে মিথ্যে তথ্য আপলোড করছেন। এতদিন এমনটাই অভিযোগ করে আসছিলো বিরোধীরা। তবে এবার বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিতের লক্ষ্যে সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলায় যে কথা বলা হলো, তাতে জল্পনা তৈরি হয়েছে যে, তাহলে কি এবার বাংলায় সুষ্ঠুভাবে এসআইআর প্রক্রিয়া সমাপ্ত করতে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগানো হবে?

প্রসঙ্গত, এতদিন এই এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছিল। আর তার পরিপ্রেক্ষিতেই আজ বাংলায় যে সমস্ত বিএলওরা কাজ করছেন, তাদের নিরাপত্তার দাবিতে যে মামলা হয়, তাতে আদালত একটি নোটিশ জারি করে। যেখানে এসআইআরে যে সমস্ত বিএলও এবং অন্যান্য আধিকারিকরা জড়িত রয়েছেন, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চায় দেশের শীর্ষ আদালত। এক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিএলও সহ যারা এই গোটা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের নিরাপত্তার জন্য রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে। আর সেখানেই আদালত যে পর্যবেক্ষণ করেছে, তাতেই তৈরি হচ্ছে জল্পনা।

সূত্রের খবর, এদিন এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বড় মন্তব্য করা হয়। যেখানে রাজ্যকেই বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বলা হয়‌। এক্ষেত্রে যদি সেই নিরাপত্তা সুনিশ্চিত না হয়, তাহলে কেন্দ্রীয় বাহিনী ডাকতে হবে বলেও মন্তব্য করেছে দেশের শীর্ষ আদালত। তার এখানেই প্রশ্ন উঠছে যে, তাহলে কি কমিশন এবার ভোটের জন্য অপেক্ষা করবে না? সুপ্রিম কোর্টের বক্তব্যের পর তারা কি বাংলায় এসআইআর প্রক্রিয়াকে আরও স্বাধীনভাবে পরিচালিত করতে এবং নিরপেক্ষভাবে গোটা প্রক্রিয়া যাতে হয়, তার জন্য কেন্দ্রীয় বাহিনী ডাকতে পারে? সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version