Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“ভোট না পেলে রাস্তা নয়” হেরে যাওয়ার আতঙ্কেই কি মানুষকে ভয় দেখাচ্ছেন উদয়ন? ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে যেভাবে এসআইআর হচ্ছে, যেভাবে অবৈধ বাংলাদেশিদের নাম বাদ যেতে শুরু করেছে ভোটার তালিকা থেকে, তাতে তৃণমূল যে অত্যন্ত আতঙ্কিত, তা বলার অপেক্ষা রাখে না। তারা খুব ভালো করেই বুঝতে পারছে যে, এবার আর অবৈধ ভোটারদের কাজে লাগিয়ে প্রত্যেকটি কেন্দ্রে জয়লাভ করা খুব একটা সহজ হবে না। কেননা এমনিতেই তো তৃণমূল কাজ করেনি, তাদের ওপর মানুষ বিরক্ত। কিন্তু ভোটের দিন ভোটার তালিকায় কারচুপি করে তৃণমূল যে অবৈধ ভোট দেয়, সেই রাস্তার যদি বন্ধ হয়ে যায়, তাহলে তাদের যে ক্ষমতায় আসার পথ অনেকটাই বন্ধ হয়ে যাবে, তা বুঝতে পারছে তৃণমূল নেতৃত্ব। অন্তত তেমনটাই দাবি করছে বিরোধীরা। আর সেই কারণেই কি এবার মানুষকে ভয় দেখানোর খেলায় নেমে পড়লেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী?

ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী উদায়ন গুহর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর এই ভিডিওকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। যেখানে দেখা যাচ্ছে যে, নিজের বিধানসভা কেন্দ্র দিনহাটায় জনসংযোগে বেরিয়েছেন উদয়ন গুহ। আর সেখানেই একটি এলাকায় গিয়ে ভোট না পাওয়ার আফসোস শোনা যাচ্ছে তার গলায়। এমনকি সেখানেই তিনি এলাকাবাসীকে বলছেন যে, এবার যদি ভোট না পাই, তাহলে রাস্তায় একটা পাথরও ফেলা হবে না। অর্থাৎ এখান থেকে তিনি কত ভোট পাচ্ছেন, আদৌ জিতছেন কিনা, তা দেখার পরেই এলাকার উন্নয়ন হবে বলে সাধারণ মানুষের মনে এখন থেকেই ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন রাজ্যের এই মন্ত্রী বলে দাবি করছে বিরোধীরা। যদিও বা সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে, তার সত্যতা যাচাই করেনি প্রিয়বন্ধু মিডিয়া।

বিরোধীদের বক্তব্য, উদয়নবাবুর পরাজয় এবার নিশ্চিত হয়ে গিয়েছে। তাই তিনি শেষ মুহূর্তে বিদায় বেলায় মানুষকে ভয় দেখিয়ে যাতে জিততে পারেন, তার জন্য এসব চেষ্টা করছেন। কিন্তু গোটা রাজ্য জুড়েই তো এবার তৃণমূলের বিসর্জন হবে। তাই উদয়নবাবুদের দয়ায় রাস্তা হবে, এমন দিন আর মানুষকে দেখতে হবে না। ২৬ এ বিজেপির সরকার আসবে। আর তারাই এলাকাবাসীর প্রত্যাশা অনুযায়ী তাদের উন্নয়নের সমস্ত চাহিদা পূরণ করবে বলেই দাবি গেরুয়া শিবিরের।

Exit mobile version