Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“জয় বাংলা চলবে না” তৃণমূলের অসভ্যতার পরেও ক্লিয়ার স্ট্যান্ড শুভেন্দুর! চড়ছে পারদ!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের বিরোধী দল বিজেপি মাঝেমধ্যেই অভিযোগ করে যে, পশ্চিমবঙ্গকে দ্বিতীয় বাংলাদেশ করে দেওয়ার চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে যেভাবে ইউনুস প্রশাসন হিন্দুদের ওপর অত্যাচার করছে, যেভাবে সেখানে জয়বাংলা স্লোগান দেওয়া হয়, ঠিক একই কায়দায় এখানেও তৃণমূল নেতারা জয়বাংলা স্লোগান দিয়ে হিন্দুদের ওপর নির্যাতন করছেন বলে অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বর্তমানে রাজ্য রাজনীতিতে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যে, বিজেপি নেতাদের দেখলেই তৃণমূলের পক্ষ থেকে দেওয়া হয় জয়বাংলা স্লোগান। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে, শুভেন্দু অধিকারীর কনভয় যাচ্ছে, আর সেখানেই এক তৃণমূলের কর্মী তাকে উদ্দেশ্য করে “জয় বাংলা” স্লোগান দিচ্ছেন। পাল্টা তার সামনে এসে শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, এখানে কোনো জয়বাংলা স্লোগান চলবে না। এখানে চলবে, জয় শ্রীরাম স্লোগান। তবে সেই ভিডিও ভাইরাল করে তৃণমূল এখন বলতে শুরু করেছে যে, শুভেন্দু অধিকারী নাকি ভয় পেয়েছেন। কিন্তু না, তিনি যে তৃণমূলের এই সমস্ত চুনোপুটি ক্যাডারদের অসভ্যতার কাছে মাথা নত করেন না, তিনি যে খোদ দলের মালিক তথা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছেন, সেই কথাও উল্লেখ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। আর এবার আরও একবার নিজের স্ট্যান্ডে অনড় থেকে জয়বাংলা বাংলাদেশের স্লোগান, তাই জয়বাংলা এখানে চলবে না বলে সাফ জানিয়ে দিলেন সেই শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর একটি ভিডিও, যেটা তৃণমূল ভাইরাল করে বলছে যে, জয় বাংলা স্লোগানে ভয় পেয়েছেন শুভেন্দু অধিকারী। সেই বিষয়ে বিরোধী দলনেতাকে প্রশ্ন করা হয়েছিল। তবে অনেকেই ভেবেছিলেন, তিনি হয়ত সেই প্রশ্নের ডিপ্লোম্যাটিক উত্তর দেবেন। কিন্তু না, শুভেন্দু অধিকারী একেবারে সরাসরি কথা বলার মানুষ। তাই সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তরে তিনি নিজের অবস্থানে অনড় থেকেই জানিয়ে দিলেন, এখানে এই সমস্ত জয়বাংলা স্লোগান চলবে না। হিন্দুরা বলবেন জয় শ্রীরাম। ঠিক কি বলেছেন রাজ্যের বিরোধী
দলনেতা?

এদিন শুভেন্দু অধিকারী বলেন, “জয়বাংলা ভারতের স্লোগান নয়। বাংলাদেশের স্লোগান। বাংলাদেশের স্লোগান ভারতে চলবে না। ভারত মাতা কি জয় বলতে হবে। আর হিন্দু হলে জয় শ্রীরাম বলবেন। মুসলমানদের জয় শ্রীরাম বলার দরকার নেই।” আর এখানেই একাংশ বলছেন যে, শুভেন্দু অধিকারী সব ধর্মকে সম্মান দিতে জানেন। তৃণমূল বলে না যে, শুভেন্দু অধিকারী শুধুমাত্র হিন্দুদের তোষণ করছেন! কিন্তু না, তিনি জানেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা জয় শ্রীরাম বলবেন না। তাই তাদের ভাবাবেগে আঘাত না দিয়ে ভারতমায়ের বন্দনা গোটা ভারতবাসীকে করতে হবে বলে হিন্দুদের জয় শ্রীরাম স্লোগান দেওয়ার বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। এক্ষেত্রে সংখ্যালঘুদের ওপর কোনো চাপ সৃষ্টি করেননি তিনি। উল্টে তিনি বুঝিয়ে দিয়েছেন যে, তৃণমূলের যে সমস্ত নেতারা জয় বাংলা স্লোগান দিচ্ছেন, তারা বাংলাদেশের স্লোগানকে ধার করে ভারতের সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা করছেন। তবে তিনি এই জয়বাংলা স্লোগানের বিরুদ্ধে যে জয় শ্রীরাম স্লোগান দিয়েছেন, সেই স্ট্যান্ড থেকে সরবেন না বলেই জানিয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।

Exit mobile version