প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নেপালে উন্মত্ত জনতা যে বিক্ষোভ শুরু করেছে, তার ফলে রীতিমত পদত্যাগ করতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। একের পর এক মন্ত্রীরা রীতিমত পালিয়ে বাঁচতে চাইছেন। তবে শুধু বর্তমান প্রধানমন্ত্রীর বাড়িতেই আগুন লাগিয়ে দেওয়া বা বিভিন্ন সরকারি সম্পত্তি ভাঙচুর করা নয়, বিক্ষোভকারীদের হাত থেকে রেহাই পেল না প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবনও। এমনকি নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকেও বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো বিক্ষোভকারীদের বিরুদ্ধে।
জানা গিয়েছে, নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খালানের বাড়ির সামনেও পৌঁছে গিয়েছে বিক্ষোভকারীরা। যেখানে তার বাড়িতে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। শুধু তাই নয়, তার স্ত্রীকেও ছাড়েনি উন্মত্ত জনতা। যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকেও মারধর করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আর এই ঘটনা সামনে আসার পর বোঝাই যাচ্ছে যে, শুধু বর্তমান প্রধানমন্ত্রী নন বা তার সরকারের ওপর চাপ নেই, প্রাক্তন প্রধানমন্ত্রীর ওপরেও এবং কমিউনিস্ট পার্টির একের পর এক নেতাদের উপরে কিভাবে রোষ আছড়ে পড়ছে বিক্ষোভকারীদের।
বলা বাহুল্য, এই ঝালানাথ খালান কমিউনিস্ট পার্টির প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। এমনকি তিনি নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীও ছিলেন। মূলত, ২০১১ সালের ফেব্রুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত তিনি নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্বভার সামলেছিলেন। স্বাভাবিকভাবেই বর্তমানে যখন নেপাল উত্তপ্ত, তখন তার বাসভবনেও সেই বিদ্রোহের আঁচ পৌঁছে গেল। এমনকি তার স্ত্রীও বিক্ষোভকারীদের হাত থেকে রেহাই পেলেন না।