Site icon প্রিয় বন্ধু মিডিয়া

নেপালে আরও উত্তেজনা, এবার কমিউনিস্ট পার্টির অফিসে আগুন! পতাকা ছিঁড়ে ফেললো জনতা!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ক্রমাগত নেপালে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। উন্মত্ত বিক্ষোভকারীদের বিক্ষোভের মুখে পড়ে রেহাই পাচ্ছে না সরকারি নেতা-মন্ত্রীরা। ইতিমধ্যেই বিভিন্ন সরকারি অফিসে অগ্নিসংযোগের মত ঘটনা ঘটেছে। যার ফলে প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। আর উন্মত্ত জনতার বিক্ষোভের হাত থেকে রেহাই পেল না কমিউনিস্ট পার্টির অফিসও।

বলা বাহুল্য, সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম নিষিদ্ধকরণের প্রতিবাদে নেপালে জনতার বিক্ষোভ ভয়াবহ আকার ধারণ করেছে। একের পর এক সরকারি অফিসের সামনে বিক্ষোভ থেকে শুরু করে ভাঙচুর অগ্নিসংযোগের মত ঘটনা ঘটছে। আর এই পরিস্থিতিতে সেই নেপালে কমিউনিস্ট পার্টির অফিসেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। যেখানে কমিউনিস্ট পার্টির ভেতরে আগুন লাগিয়ে দেওয়ার পাশাপাশি বিক্ষোভকারীদের মধ্যে থেকে একজন সেই অফিসের ছাদে উঠে যান। আর সেই ছাদ থেকেই ছিঁড়ে ফেলে দেওয়া হয় কমিউনিস্ট পার্টির পতাকা।

বিশেষজ্ঞদের মতে, নেপালে উন্মত্ত জনতার যে বিক্ষোভ দেখা যাচ্ছে, তা অনেকটা শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মত। এর আগে এই দুই দেশেও এই সমান ভাবে জনতার বিক্ষোভ লক্ষ্য করা গিয়েছে এবং তার ফলে সেই দেশের সরকারের পতন হয়েছে। যেভাবে কমিউনিস্ট পার্টির অফিস পর্যন্ত বিক্ষোভকারীদের হাত থেকে রেহাই পেল না, তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে শুরু করেছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version