Site icon প্রিয় বন্ধু মিডিয়া

Big breaking নবান্ন অভিযান আটকাতে চক্রান্ত শুরু? কলকাতা হাইকোর্টে মামলা দায়ের! কি হবে ভবিষ্যৎ?

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আগামী ৯ আগস্ট অভয়ার মৃত্যুর এক বছর পূরণের দিনেই অভয়ার পরিবারের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে নবান্ন অভিযানের। যেখানে কোনোরকম পতাকা ছাড়া সমাজের সর্বস্তরের মানুষকে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। যে নবান্ন অভিযানে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। ইতিমধ্যেই সেই অভিযানকে কেন্দ্র করে শুরু হয়েছে প্রস্তুতি প্রশাসনের মধ্যে থেকেও যাতে এই অভিযানকে আটকানো যায়, তার জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর তার মাঝেই এবার কি নবান্ন অভিযানকে আটকানোর পাকাপাকি ব্যবস্থা করতে শুরু হয়ে গেল চক্রান্ত? এই প্রশ্ন উঠছে, তার কারন, ইতিমধ্যেই নবান্ন অভিযানের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, ইতিমধ্যেই ৯ আগস্ট নবান্ন অভিযানের প্রস্তুতি নিতে শুরু করেছেন সমাজের সর্বস্তরের মানুষ। সকলে মিলেই অভয়ার মৃত্যুর বিচারের দাবিতে সোচ্চার হচ্ছেন। তবে এর মধ্যেই আজ কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, নবান্ন অভিযানকে আটকাতে হাওড়ার এক বাসিন্দা কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি চেয়েছিলেন। যেখানে তাকে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চ। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

বিরোধীদের দাবি, রাজ্য সরকার চাইছে, যেভাবেই হোক, নবান্ন অভিযানকে যাতে আটকানো যায়। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে নবান্নের ধারে কাছে সেদিন প্রতিবাদীরা যেতে না পারে। আসলে এই সরকারের ক্ষমতা নেই, প্রতিবাদীদের মুখোমুখি হওয়ার। তাই নিজের চেয়ারকে আঁকড়ে রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে রাস্তায় নামিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আর এবার কাউকে দিয়ে মামলা করিয়ে এই নবান্ন অভিযানকে একেবারে বানচাল করার জন্য সব রকম চেষ্টা শুরু হয়ে গিয়েছে বলেই দাবি বিরোধী শিবিরের। তবে শেষ পর্যন্ত নবান্ন অভিযান নিয়ে আদালতের পক্ষ থেকে কি নির্দেশ আসে, সেদিকেই নজর থাকবে গোটা রাজ্যবাসীর।

Exit mobile version