প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আগামী ৯ আগস্ট রাজ্যে হতে চলেছেন নবান্ন অভিযান। অভয়ার পরিবারের পক্ষ থেকে নিজেদের মেয়ের মৃত্যুর এক বছর পূরণের দিনেই সরকারের কাছে বিচার চাইতে এই ডাক দেওয়া হয়েছে। যে নবান্ন অভিযানকে পূর্ণ সমর্থন করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি সমস্ত রাজনৈতিক দলের কাছে এই নবান্ন অভিযানের সামিল হওয়ার জন্য আবেদন জানিয়েছে অভয়ার পরিবার। তবে গতকালই খবর আসে যে, সেই নবান্ন অভিযানকে আটকানোর জন্য কলকাতা হাইকোর্টে হাওড়ার এক ব্যক্তি মামলা দায়ের করেছেন। স্বাভাবিকভাবেই সেই মামলার শুনানি আজ হওয়ার কথা রয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে যে, তাহলে কি এই নবান্ন অভিযান হবে? আদালত কি নির্দেশ দেবে? আদালত যদি এই ব্যাপারে কোনোরকম বিধি নিষেধ জারি করে, তখন কি করবে অভয়ার পরিবার? তবে বিচার প্রক্রিয়া বা শুনানি হওয়ার আগেই কাল্পনিক কিছু বলতে নারাজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বরঞ্চ নবান্ন অভিযানকে সফল করবার জন্য বিজেপির সর্বস্তরের কর্মীদের পতাকা ছাড়া সেই কর্মসূচিতে সামিল হওয়ার আহ্বান জানালেন তিনি।
প্রসঙ্গত, ইতিমধ্যেই অভয়ার পরিবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দিল্লি যাওয়ার আগে তারা জানিয়ে দিয়েছেন, তাদের একটাই লক্ষ্য, এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে ১৪ তলা থেকে নামানো। আজ তাদের বেশ কিছু জায়গায় সাক্ষাৎ করার কথা। তবে তার মাঝেই গতকাল এই নবান্ন অভিযানকে আটকানোর জন্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এক ব্যক্তি মামলা করেন। আর তারপর থেকেই বিভিন্ন মহলে এই নবান্ন অভিযানের সফলতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। একদিকে প্রশাসনের বিভিন্ন চক্রান্ত, আর একদিকে এই মামলার জালে কি শেষ পর্যন্ত নবান্ন অভিযান আটকে যাবে? অবশেষে সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তর দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি বলেন, “অভয়ার পরিবার এই নবান্ন অভিযানের ডাক দিয়েছে। আমার ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে আত্মিক সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে, শ্রদ্ধার সম্পর্ক তৈরি হয়েছে। অভয়ার পরিবারের পক্ষ থেকে প্রত্যেকটি রাজনৈতিক দলের অফিসে গিয়ে তারা এই নবান্ন অভিযানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সর্বস্তরের কর্মীদের পতাকা ছাড়া এই কর্মসূচিতে সামিল হওয়ার কথা বলেছেন। আমি প্রথম দিন থেকেই ব্যক্তিগতভাবে এই কর্মসূচির পক্ষে ছিলাম। আমিও বলব যে, বিজেপির সর্বস্তরের কর্মীরা সবাই এই কর্মসূচিতে শামিল হবেন। দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। অভয়ার ইস্যু একটা বড় ইস্যু। এটা নিয়ে মামলা হয়েছে, আর সেসব নিয়ে এখনই কাল্পনিক কিছু ভাবার প্রয়োজন নেই। আগে মামলার শুনানি হোক, তারপরে বিষয়টি দেখা যাবে। আমি সকলকে বলব, এই নবান্ন অভিযানে আপনারা শামিল হবেন।”
বিশেষজ্ঞরা বলছেন, নবান্ন অভিযানকে কেন্দ্র করে বিশেষত বিরোধী দলের নেতা কর্মীরা চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন। তবে তার মাঝেই আদালতে যেভাবে মামলা হয়েছে, তাতে অনেকের মধ্যেই সংশয় তৈরি হয়েছে যে, আদৌ এই নবান্ন অভিযান হবে কিনা! তবে রাজ্যের বিরোধী দলনেতা সেই মামলা অথবা তার শুনানি হওয়ার আগেই কিছু বলতে চাইছেন না। তিনি এখনও পর্যন্ত জানেন যে, এই কর্মসূচি হচ্ছে। তাই পতাকা ছাড়া এই কর্মসূচিতে সকল বিজেপি কার্যকর্তাদের শামিল হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি এই কর্মসূচি যাতে সফল হয় এবং সেদিন যাতে নবান্ন কাঁপিয়ে দেওয়া যায়, সেই বার্তাই দিলেন শুভেন্দু অধিকারী।
