Site icon প্রিয় বন্ধু মিডিয়া

 শুভেন্দুর এক ঢিলেই বাজিমাত, মুখের হাসি উড়ে গেল তৃণমূলের!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট– সামনেই বিধানসভা নির্বাচন তবে তার আগে থেকেই খেলা ঘুরতে শুরু করেছে। তৃণমূল যতই বিজেপিকে আক্রমণ করুক না কেন এবং বিজেপির শক্তি নেই বলেই সম্বোধন করুক না কেন, শুভেন্দু অধিকারীর নিজের জেলায় একের পর এক সমবায় সমিতির নির্বাচনে যেভাবে বিজেপি জয় পাচ্ছে, তাতে রীতিমত মুখের হাসি উড়ে যেতে শুরু করেছে তৃণমূলের।

জানা গিয়েছে, শুভেন্দু অধিকারীর নিজের বিধানসভা নন্দীগ্রামের আমড়াতলা কৃষি উন্নয়ন সমবায় সমিতির লিমিটেডের পরিচালক মন্ডলীর নির্বাচন ছিল। আর সেখানেই ৬০ টি আসনের মধ্যে ৪২ টি আসনে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে তৃণমূলের পক্ষে গিয়েছে মাত্র ১৮ টি আসন। স্বাভাবিকভাবেই রাজ্যে ক্ষমতায় রয়েছে তৃণমূল। তাদের নাকি এত শক্তি, কিন্তু তারপরেও নন্দীগ্রামের এই সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের মুখ থুবড়ে পড়া নিঃসন্দেহে শাসকের কাছে যথেষ্ট ধাক্কা দেওয়ার মত খবর বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে সমবায় সমিতির এই বিপুল জয়ের পরেই রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করেছে গেরুয়া শিবির। তাদের বক্তব্য, এই ফলাফল অত্যন্ত প্রত্যাশিত ফলাফল। তবে যে ১৮ টি আসনে জয়লাভ করেছে, তৃণমূল সেটা তারা কৌশলগতভাবেই ছেড়ে দিয়েছিল। অন্যদিকে তৃণমূলের পক্ষেও শোনা গিয়েছে হতাশার সুর। তাদের বক্তব্য, সমবায় সমিতির নির্বাচনে দলের সরাসরি হস্তক্ষেপ থাকে না। এই ফলাফল স্থানীয় নেতৃত্ব এবং কৃষকদের ওপর অনেকটা নির্ভর করে।

বিশেষজ্ঞদের মতে, বিন্দু বিন্দুতেই সিন্ধু তৈরি হয়। শুভেন্দু অধিকারীর নিজের জেলায় একের পর এক সমবায় সমিতিতে এইভাবে বিজেপির জয় নিঃসন্দেহে তৃণমূলকে চাপে রাখবে। নন্দীগ্রাম সহ মেদিনীপুরে শুভেন্দুবাবু যে ফর্মুলায় কাজ করছেন, সেটা যদি গোটা রাজ্যে বিজেপি করতে পারে, তাহলে এভাবেই সমস্ত নির্বাচনে মুখ থুবড়ে পড়বে তৃণমূল কংগ্রেস।

Exit mobile version