প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
হাতে আর কয়েক মিনিটের অপেক্ষা। আর তারপরেই দিল্লিতে বিজ্ঞান ভবনে জাতীয় নির্বাচন কমিশন সাংবাদিকদের মুখোমুখি হবেন। আর আজ তাদের এই সাংবাদিক বৈঠক যে এসআইআর ঘোষনা নিয়েই হতে চলেছে, সেই ব্যাপারে কম বেশি সকলেই নিশ্চিত। তবে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেবে, তা তো সেই সাংবাদিক বৈঠকের পরেই স্পষ্ট হয়ে যাবে। তবে এসআইআর ঘোষনা হওয়া পশ্চিমবঙ্গেও শুধুমাত্র সময়ের অপেক্ষা বলে যখন বিভিন্ন মহলের চর্চা চলছে, তখন নির্বাচন কমিশনের সেই সাংবাদিক বৈঠকের বেশ কয়েক ঘন্টা আগেই নবান্ন থেকে জারি করা হলো বিরাট নির্দেশিকা।
বলা বাহুল্য, আর কিছু সময় পরেই দিল্লিতে নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। যে সাংবাদিক বৈঠকের প্রধান বিষয় এসআইআর নিয়েই হতে পারে বলে মনে করা হচ্ছে। বিহারে ইতিমধ্যেই এসআইআর হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গেও আজকের এই সাংবাদিক বৈঠকের পর এসআইআরের বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে বলে চর্চা চলছে। আর তার মাঝেই কিছুক্ষণ আগে নবান্ন থেকে বড় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে প্রশাসনিক স্তরে ঢালাও রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, এদিন নবান্ন থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে মোট ৬৪ জন আইএএসের বদলির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এসআইআর যেদিন ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেদিনই বেছে বেছে এই বদলির নির্দেশিকা কেন দেওয়া হলো, তা নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন।
যদিও বা প্রশাসনিক মহলের একটা অংশের পক্ষ থেকে বলা হচ্ছে, এটা রুটিন বদলি ছাড়া অন্য কিছু নয়। তবে অনেকে আবার বলছেন, এর পেছনে যথেষ্ট কারণ রয়েছে। কেননা আজ থেকেই যদি এসআইআরের ঘোষণা হয়ে যায়, তাহলে নির্বাচন কমিশনও তাদের প্রক্রিয়া শুরু করে দিতে পারে। সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী তিন বছরের বেশি যদি কোনো অফিসার এক জায়গায় থাকেন, তাহলে তাকে দিয়ে ভোটের কাজ করানো যায় না। সেক্ষেত্রে পরবর্তীতে নির্বাচন কমিশন তাদের পছন্দমত সেই পদে কাউকে আনতে পারেন। তাই তার আগেই কৌশলী পদক্ষেপ গ্রহণ করে সেই সমস্ত জায়গায় বদল নিয়ে এলো নবান্ন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
