Site icon প্রিয় বন্ধু মিডিয়া

Big breaking ঠ্যালার নাম বাবাজি, কমিশন তলব করতেই তড়িঘড়ি দিল্লি ছুটছেন মুখ্যসচিব!

প্রিয়বন্ধু মিডিয়ার রিপোর্ট- অবশেষে জাতীয় নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপের কাছে কি নতিস্বীকার করতে শুরু করলো নবান্ন? এতদিন এই রাজ্যের মুখ্যমন্ত্রী জাতীয় নির্বাচন কমিশনকে অমান্য করে বিভিন্ন কথা বলেছিলেন। এমনকি কমিশনের পক্ষ থেকে ভোটার তালিকায় কারচুপির কারণে বেশ কিছু অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার কথাও রাজ্যকে বলা হয়েছিল। গতকাল তার ডেডলাইন শেষ হয়েছিল। কিন্তু তারপরেও সেই সমস্ত অফিসারের বিরুদ্ধে সাসপেন্ড করার যে নির্দেশ কমিশন দিয়েছিল, তা করেনি রাজ্য। স্বাভাবিকভাবেই কমিশন তাদের নির্দেশ অমান্য করার কারণে রাজ্যের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয়, তার দিকে তাকিয়ে ছিলেন সকলেই। অবশেষে কিছুক্ষণ আগেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্যসচিবকে দিল্লিতে তলব করা হয়েছিল। আর তারপর থেকেই প্রশ্ন উঠেছিল যে, এবার মুখ্যসচিব কি করবেন! তিনি কি দিল্লিতে যাবেন, নাকি রাজ্যের সঙ্গে আরও সংঘাত বাড়াবে নবান্ন?

বলা বাহুল্য, গতকাল মুখ্য সচিবের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে নিজেদের সিদ্ধান্ত জানানোর পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে যে, কমিশনের পদক্ষেপ কি হবে! আর আজ কিছুক্ষণ আগেই খবর আসে যে, নির্বাচন কমিশন রাজ্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। যেখানে রাজ্যের মুখ্যসচিবকে আগামীকাল বিকেল ৫ টার মধ্যে নির্বাচন কমিশনের দপ্তরে সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে মুখ্যসচিব কি করবেন, এই প্রশ্ন যখন উঠতে শুরু করেছিল, ঠিক তখনই খবর পাওয়া গেল যে, অবশেষে দিল্লিতে যাচ্ছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।

বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, আগামীকাল সকালেই দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন রাজ্যের মুখ্যসচিব। যেখানে বিকেলে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন কমিশনের দপ্তরে পৌঁছে যাবেন তিনি। নবান্ন সূত্রে তেমনটাই খবর পাওয়া যাচ্ছে। স্বাভাবিক ভাবেই এই খবর সামনে আসতেই বিরোধীদের পক্ষ থেকে কটাক্ষ করে বলা হচ্ছে যে, একেই বলে ঠ্যালার নাম বাবাজি। এতদিন রাজ্যের মুখ্য সচিব ওপরমহলের নির্দেশে কমিশনের নির্দেশকে অমান্য করেছেন। কিন্তু এবার নির্বাচন কমিশন তাকে তলব করতেই তিনি গুটিগুটি পায়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। ভবিষ্যতে আরও এরকম অনেক চিত্র দেখতে হতে পারে বলেই খোঁচা দিচ্ছেন সমালোচকদের একাংশ। তবে আগামীকাল মুখ্যসচিব কমিশনের তলবে দিল্লিতে যাওয়ার পর কি তথ্য উঠে আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version