Site icon প্রিয় বন্ধু মিডিয়া

তৃণমূলের খারাপ কাজ করলেই পদোন্নতি? কেষ্ট দায়িত্ব পেতেই মমতাকে ধুয়ে দিলেন শুভেন্দু!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
সত্যিই কি তৃণমূল কোনো রাজনৈতিক দল, নাকি লিমিটেড কোম্পানি? এখানে যারা দলের হয়ে কথা বলতে গিয়ে মানুষের ওপর অত্যাচার করবে, পুলিশ প্রশাসনকে হুমকি দেবে, তারাই কি দলের নয়নের মনি হয়ে যাবে? যে অনুব্রত মণ্ডল এত বিতর্কের মধ্যে ছিলেন, যিনি একজন পুলিশকর্তাকে ফোন করে তার মা বউকে অসম্মান করার পরেও, গ্রেপ্তার পর্যন্ত করতে পারেনি এই রাজ্যের প্রশাসন, সেই অনুব্রত মণ্ডলকেই আবার দলের গুরু দায়িত্ব দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে, নিজের পুলিশ তৃণমূল নেতার দ্বারা অপমানিত হওয়ার পরেও কি বিন্দুমাত্র অনুশোচনা হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের উলটে যে পুলিশকে আক্রমণ করা হলো, এত নির্লজ্জ ভাষায় তাকে হুমকি দিলেন অনুব্রত মণ্ডল, সেই অনুব্রত মণ্ডলকেই এত বড় পদে বসিয়ে দিলেন তৃণমূল নেত্রী! এতে যে তার দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, পুলিশ প্রশাসনের একটা অংশ যে তার ওপর ক্রমশ ক্ষুব্ধ হচ্ছে, এটা কি তিনি বুঝেও না বোঝার ভান করছেন?

প্রসঙ্গত, সম্প্রতি বীরভূম সফরে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তিনি তৃণমূল দলের জেলার কনভেনর হিসেবে নিযুক্ত করেন সেই অনুব্রত মণ্ডলকে। যে অনুব্রত মণ্ডল পুলিশকে হুমকি দিয়েছেন, অশ্লীল ভাষায় তার মা, বউ তুলে গালিগালাজ করেছেন। তারপর বিতর্কের মুখে পড়ে তিনি দলের কোর কমিটিতে থাকলেও, তার পাল্লা যে ক্রমশ অবনতির দিকে যাচ্ছিল, তার সঙ্গে দলের যে একটা দূরত্ব তৈরি হয়েছিলড় এই রকম বিভিন্ন মহলে জল্পনা চলছিল। কিন্তু বীরভূমে এসে মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুব্রত মণ্ডলকে দায়িত্ব দেওয়ার পরেই রীতিমত তৃণমূল দলের সিস্টেম নিয়েই বড়সড় প্রশ্ন তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুঝিয়ে দিলেন, শুধু বীরভূমে নয়, অভয়া কাণ্ডের পরেও তৃণমূলের যে কাউন্সিলর তড়িঘড়ি করে সেই অভয়ার দেহ দাহ করার ব্যবস্থা করেছিলেন, তাকেই পুরস্কার স্বরূপ চেয়ারম্যান করা হয়েছে। তাই তৃণমূলের খারাপ কাজ করলেই পদোন্নতি হয় বলেই দাবি শুভেন্দুবাবুর।

এদিন শুভেন্দু অধিকারী বলেন, “উনি কেষ্ট মন্ডলের সঙ্গে ওখানে ধর্ষককে প্রোটেকশন দিতে গিয়েছেন, ওনার পদোন্নতি ঘটেছে। যেভাবে পানিহাটিতে অভয়কে তাড়াহুড়ো করে পুড়িয়ে দেওয়ার জন্য সোমনাথকে চেয়ারম্যান করা হয়েছে। ঠিক একইভাবে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী থাকা সত্ত্বেও তার বোলপুরের আইসিকে মদ্যপ অবস্থায় একবার না, বারবার স্ত্রী এবং মাকে ধর্ষণ করব বলেও ওনার মুড়ি চপ খেয়ে কালকে পদোন্নতি ঘটিয়ে বীরভূম জেলার ছিন্নমূলের কনভেনর পোস্টে দিয়েছেন।”

Exit mobile version