প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০২৬ এর বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই শাসক থেকে বিরোধী, একে অপরের বিরুদ্ধে মন্তব্য, পাল্টা মন্তব্য করতে শুরু করেছেন। তৃণমূলের দাবি, তারা এবার আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে। তবে বিজেপির পাল্টা দাবি, নির্বাচনের আগে এসআইআর হবে। আর এসআইআর হলে অবৈধ ভোটারদের নাম বাদ যাবে। আর তাদের নাম বাদ গেলে তৃণমূলের আর ক্ষমতায় আসা হবে না। সেক্ষেত্রে বৈধ ভোটারদের ভোটাধিকার প্রয়োগের মধ্যে দিয়ে রাজ্যের ক্ষমতায় আসবে বিজেপি বলেই দাবি করছেন গেরুয়া শিবিরের নেতা কর্মীরা। আর এসবের মাঝেই এবার বিজেপি কত আসন নিয়ে রাজ্য ক্ষমতায় আসবে, তার আগাম ভবিষ্যৎ বাণী করে বসলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।
প্রসঙ্গত, এতদিন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদারের মত নেতারা বারবার করে দাবি করেছেন যে, পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। নির্দিষ্ট কোনো সংখ্যা তারা বেঁধে না দিলেও এবার যে বিজেপি ক্ষমতায় আসছে, সেই ব্যাপারে নিশ্চিত রাজ্য বিজেপির নেতারা। তবে এসআইআরের সম্ভাবনা ক্রমশ প্রকট হওয়ার ফলে এবার রাজ্যে বিজেপির ক্ষমতায় আশা নিয়ে যথেষ্ট আশাবাদী বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে ১৬০ টি আসন নিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবে বিজেপি বলেই দাবি করলেন তিনি।
জানা গিয়েছে, এদিন বাগদার হেলেঞ্চা বাজারে বিজেপির পক্ষ থেকে একটি বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি যে ক্ষমতায় আসতে চলেছে, সেই ব্যাপারে বার্তা দেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের সুষ্ঠুভাবে এসআইআর হলে ভারতীয় জনতা পার্টির সরকারকে কেউ রুখতে পারবে না, এটাও আজকে বললাম। এসআইআরের পরে ১৬০ টি সিট নিয়ে আমরা রাজ্যের ক্ষমতায় আসব। এটা আমাদের দৃঢ় সংকল্প।”