প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- প্রত্যেকটি সরকারের ক্ষেত্রেই তা কেন্দ্র হোক বা রাজ্য, যেখানেই ক্ষমতায় থাকুক না কেন, তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর একটা প্রতিষ্ঠান বিরোধী হওয়া কাজ করে। বর্তমান কেন্দ্রের যে মোদী সরকার রয়েছে, তাদের বিরুদ্ধেও এরকম একটি হাওয়া কাজ করেছিল। ২০২৪ এর লোকসভা নির্বাচনে ২০১৪ এবং ২০১৯ এ তারা যত বিপুল আসন নিয়ে ক্ষমতায় এসেছিল, ২০২৪ এ তত আসন পায়নি। যার ফলে বিজেপিরও অনেকটাই হতাশা গ্রাস করেছিল। তবে মানুষ সিদ্ধান্ত নিয়েছিল, তাই তাদের জনাদেশের ওপর ভরসা রেখেছিল বিজেপি। কিন্তু সম্প্রতি বিহারের যে ফলাফল সামনে এসেছে, তা দেখে বিজেপির নেতারা বলছেন যে, মানুষ কেন্দ্রীয় সরকারের বিজেপিকে আনা সত্ত্বেও, তাদের আসন কমিয়ে দিয়েছিল। কিন্তু এখন সেই জনতা জনার্দনই বুঝতে পেরেছে যে, তারা একটা সময় এই কাজ করে খুব একটা ঠিক করেননি। আর সেই কারণেই সেই গ্লানি ভোলার জন্য একের পর এক রাজ্যে তারা বিজেপিকে আরও বেশি আসন দিয়ে ক্ষমতায় আনছেন। তাই বিহারের নির্বাচনের পর পশ্চিমবঙ্গেও সাধারণ মানুষ বিজেপিকে ক্ষমতায় আনবেন। ২০২৪ এর লোকসভা নির্বাচনের ফলাফলের কথা উল্লেখ করে তেমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিপুল আসন নিয়ে কেন্দ্রের ক্ষমতা দখল করেছিল‌। তবে ২০২৪-এ সেই সুর অনেকটাই কাটতে শুরু করে। যেখানে অতীতের থেকে অনেকটাই কম আসন পায় বিজেপি। যার ফলে দলের মধ্যেও চর্চা শুরু হয় যে, তাহলে কি মোদী ম্যাজিক ফিকে হয়ে যেতে শুরু করেছে? তবে সাময়িক এই ফলাফলের কারণে যে স্তম্ভিত হওয়ার কিছু নেই, এটা যে রাজনীতির গতিপ্রকৃতি, তা বুঝতে পেরেছিলেন অনেক বিজেপি নেতারাই। আর তাই ২০২৪ সালে তারা ক্ষমতা দখল করলেও, তাদের আসন সংখ্যা কমে গেলেও, এখন কিন্তু আবার হাওয়া ঘুরতে শুরু করেছে। একের পর এক রাজ্যে যেভাবে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করছে, তার মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে যাচ্ছে যে, একটা সময় মানুষ বিজেপির বিরুদ্ধে জনাদেশ দিলেও, বিজেপির আসন সংখ্যা কমে গেলেও, এখন সেই গ্লানি ভুলতে আরও বেশি রাজ্য বিজেপির হাতে তুলে দিয়ে মানুষ তাদের বেদনা ভুলতে চাইছেন। আর তাই মানুষের শুভ বুদ্ধি উদয়ের জন্য ২০২৪-এর সেই ফলাফল হওয়া যে অত্যন্ত জরুরি ছিল এবং সেই কারণেই যে মানুষ আবারও নিজেদের ভাবনা চিন্তাকে শুধরে নিয়ে বিজেপির প্রতি নিজেদের আরও বেশি আস্থা বজায় রাখছেন, তাতে বাংলা দখলের ব্যাপারে আত্মবিশ্বাসী সুকান্ত মজুমদার।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানেই বিহারের ফলাফল প্রসঙ্গে বলতে গিয়ে পশ্চিমবঙ্গ দখলের ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি। শুধু তাই নয়, ২০২৪ এর লোকসভা নির্বাচনের ফলাফলের প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “বিহারের মানুষ যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এনডিএর নেতা নীতীশ কুমারজীকে আশীর্বাদ করেছেন, তাতেই স্পষ্ট হয়ে গিয়েছে যে, ২০২৪ সালে নরেন্দ্র মোদীকে যে ২৪০ টা আসন দিয়েছিলেন, তার থেকে ভারতবর্ষের মানুষ বেরিয়ে এসেছেন। আর সেটা মানুষের মনে গভীর আঘাত দিয়েছিল। তাই আরও বেশি করে সিট এবং রাজ্য পাইয়ে দিয়ে সেটাকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমার বিশ্বাস, মাননীয় প্রধানমন্ত্রী যেমন বলেছেন যে, মা গঙ্গা বিহার থেকে বাংলায় ঢোকে রাজমহল দিয়ে এবং সেই রাজমহল দিয়েই বিহারে বিজেপির জয়যাত্রা পশ্চিমবঙ্গে ঢুকবে। পশ্চিমবঙ্গে যে জঙ্গলরাজ চলছে, সেই জঙ্গলরাজ এবার দূরীভূত হবে।”