প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- প্রত্যেক বছর ধর্মতলায় রাস্তা আটকে তৃণমূল তাদের বছরের সবথেকে বড় রাজনৈতিক কর্মসূচি ২১ জুলাই শহীদ দিবস হিসেবে পালন করে। যদিও বা সেটা শহীদদের প্রতি সম্মান জানানো, নাকি উৎসব করা, তা নিয়ে কটাক্ষ করতে দেখা যায় বিজেপিকে। তবে এবার হাতে যখন আর মাত্র চার দিনের মত সময় রয়েছে একুশে জুলাইয়ের কর্মসূচির, ঠিক তার আগেই সেই কর্মসূচির পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের তরফে চলে এলো বড় নির্দেশ। যে নির্দেশ সামনে আসতেই বছরের সবথেকে বড় রাজনৈতিক কর্মসূচি নিয়ে রীতিমত বেকায়দায় পড়ে গেল তৃণমূল কংগ্রেস।
জানা গিয়েছে, এদিন ২১ জুলাইয়ের কর্মসূচি নিয়ে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বেশ কিছু শর্ত আরোপ করে দেওয়া হয়। যেখানে আদালতের পক্ষ থেকে জানানো হয়, সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার ২১ জুলাই পড়েছে। তাই কর্মব্যস্ত এই দিনে মিছিলের ক্ষেত্রে বেশ কিছু শর্ত দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, সকাল ৮ টা পর্যন্ত হেঁটে মিছিল করা যাবে। তবে তার পরবর্তী বেশ কিছুটা সময় সেই মিছিল বন্ধ রাখতে হবে। পরে একদম সকাল ১১ টার পরবর্তী সময় আবার মিছিল করে আসতে পারবেন এই কর্মসূচিতে আগত কর্মী সমর্থকরা।
বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যেক বছর ২১ জুলাইয়ে এই কর্মসূচির দিন শহর কলকাতার কর্মব্যস্ত মানুষরা প্রচন্ড বিপদের মুখে পড়েন। এমনকি অনেকে সঠিক সময়ে এই কর্মসূচিতে আগত মিছিলের কারণে রাস্তায় যানজট থাকার জন্য তাদের গন্তব্যে পৌঁছতে পারেন না। সেই বিষয়টি মাথায় রেখেই হেঁটে যারা মিছিল করে এই কর্মসূচিতে আসবেন, তাদের ক্ষেত্রে রীতিমত সময়সীমা বেঁধে দিলো আদালত। আর আদালতের বেঁধে দেওয়া এই শর্তে রাজ্যের শাসক দল যে তাদের সব থেকে বড় কর্মসূচিকে সফল করা নিয়ে অত্যন্ত চাপে পড়ে গেল, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা।