প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ইতিমধ্যেই বিহারে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আজ জাতীয় নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক করার কথা ছিল। ইতিমধ্যেই সেই বৈঠকে স্পষ্ট হয়ে গিয়েছে যে, কোন কোন রাজ্যে এসআইআর হবে। তবে এসবের মাঝেই বেশ কিছু রাজ্যে এসআইআরের সিদ্ধান্ত নেওয়া হলেও আসামে হচ্ছে না এসআইআর। আজ নির্বাচন কমিশনের যে বিশেষ সাংবাদিক বৈঠক ছিলো, সেখানেই তা জানিয়ে দেওয়া হলো।

প্রসঙ্গত, আগামী বছর দেশের বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের মত রাজ্যও। আর এই আবহে কোন কোন রাজ্যে এসআইআর হওয়ার পরে নির্বাচন হবে, তা নিয়ে বেশ কিছু চর্চা ছিল। আজ এই ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। তবে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে এসআইআরের ঘোষণা হলেও শেষ পর্যন্ত অসমে এই এসআইআর হচ্ছে না বলেই জানিয়ে দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কিন্তু কেন এই রাজ্য এসআইআরের ফর্মুলা থেকে বাদ থেকে গেল, এর পেছনে কি কারণ রয়েছে, সেই কথাও জানিয়ে দিয়েছেন তিনি।

এদিন দিল্লিতে বিজ্ঞান ভবনে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হয়। আর সেখানেই কোন কোন রাজ্যে এসআইআর হতে চলেছে, তা জানিয়ে দেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আর সেখানেই আগামী বছর অসমে বিধানসভা নির্বাচন হলেও সেখানে যে এসআইআর হচ্ছে না, তা স্পষ্ট করে দেন তিনি। দেশের জাতীয় নির্বাচন কমিশনার বলেন, “আগামী বছর অসমে বিধানসভা নির্বাচন রয়েছে। কিন্তু সেখানে এসআইআর হচ্ছে না।” এক্ষেত্রে অসমে এনআরসি যেহেতু প্রায় শেষ লগ্নে রয়েছে এবং তাদের নিজস্ব নিয়ম রয়েছে, তাই সেই কারণেই এই রাজ্যকে এসআইআরের তালিকা থেকে বাদ রাখা হয়েছে বলেই জানা গিয়েছে।