প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করতে প্রানপণ দিয়ে লড়াই করছে বিজেপি। বিভিন্ন ইস্যু নিয়ে পথে নামছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই রাজ্যের যারা বিরোধী মনোভাবাপন্ন মানুষ, যারা শাসকের বিরুদ্ধে লড়াই করছেন, তারা খুব ভালো মতই জানেন যে, ২৬ এর নির্বাচনই তাদের কাছে শেষ সুযোগ। এই নির্বাচনে যদি তৃণমূলকে বিদায় না দেওয়া যায়, তাহলে আগামী দিন অত্যন্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাদের। তবে পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দলের বিরুদ্ধে একাধিক বিষয় থাকলেও, প্রধান কোন কোন ইস্যুকে হাতিয়ার করে ২৬ এর মহারণে নামবে বিজেপি? পাঁশকুড়া থেকেই সেই ঘোষণা করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বলা বাহুল্য, এই রাজ্যের বিরোধী দল বিজেপি প্রতিনিয়ত তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি নিয়ে ময়দানে নামছে। জেলায় জেলায় একের পর এক কর্মসূচিকে হাতিয়ার করে শাসকের অস্বস্তি বাড়িয়ে দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কখনও আইনশৃংখলার অবনতি, কখনও পুলিশের অমানবিক আচরণ, আবার কখনো বা নারী নির্যাতন নিয়ে সোচ্চার হচ্ছেন তিনি। সম্প্রতি রাজ্যে আবারও ঘটে গিয়েছে একটি লজ্জা জনক ঘটনা। যেখানে সরকারি হাসপাতালের মধ্যে পাঁশকুড়ায় এক মহিলা স্বাস্থ্যকর্মীর নির্যাতনের খবর সামনে এসেছে। ইতিমধ্যেই সেই ঘটনায় এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন। আর আজ সেই পাঁশকুড়াতেই বিজেপির বিক্ষোভ কর্মসূচি থেকে আগামী ২৬ এর নির্বাচনে নারী সুরক্ষাই যে প্রধান ইস্যু হতে চলেছে, তা জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।
এদিন পাঁশকুড়ায় সরকারি হাসপাতালে স্বাস্থ্য কর্মীকে নির্যাতনের ঘটনায় বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। যেখানে ঝাঁটা হাতে প্রতিবাদ মিছিলে শামিল হল মহিলারা। আর সেই কর্মসূচিতেই উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরই তিনি বলেন, “জাহির আব্বাস খান তৃণমূলের বড় নেতা, তোলাবাজ। মমতা ব্যানার্জির বিশেষ ভোটব্যাঙ্ক।” আর তারপরেই ২৬ এর নির্বাচনে বিজেপির প্রধান ইস্যু ঠিক কি হতে চলেছে, তা নিয়েও বড় বার্তা দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আমি এই রাজ্যের মায়েদের, বোনেদের বলবো, ২৬ এ নারী সুরক্ষা প্রধান ইস্যু। এই রাজ্যে মা-বোনেদের সুরক্ষা দিতে হলে প্রথমে মমতাকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। কারণ এই মমতা ব্যানার্জি ধর্ষকদের প্রোটেকশন দেন।”
বিশেষজ্ঞরা বলছেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী লক্ষীর ভান্ডার নামক একটি প্রকল্প চালু করেছেন। এমনকি বিগত দিনের নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে লাগাতার প্রচার করা হলেও, মহিলাদের সমর্থনে এই লক্ষ্মীর ভান্ডারের সুফল তৃণমূল নিজেদের ঝুলিতে পুড়েছে। সেদিক থেকে যে মহিলা ভোটব্যাংক, তাকে এখন ২৬ এর নির্বাচনে নিজেদের দিকে টানার চেষ্টা করছে বিজেপি। আর সেই কারণেই রাজ্যে লাগাতার যেভাবে মহিলাদের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে, সেই বিষয়েই যে প্রধান ইস্যু হতে চলেছে বিজেপির কাছে এবং ২৬ এর নির্বাচনে এই বিষয়কে সামনে রেখেই যে মহিলাদের সুরক্ষার দাবিতে তৃণমূলের ওপর চাপ বাড়াবে গেরুয়া শিবির, তা একপ্রকার নিশ্চিত। শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।