প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এতদিন বাংলার বিজেপি কর্মীরা একটা সংশয়ের মধ্যে ছিলেন যে, তারা তো তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে তৈরি আছেন। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেই লড়াইয়ে তাদেরকে সাথ দেবে তো? দিনের শেষে ২০২১ এর মত ফলাফল হবে না তো! তবে কিছুদিন আগে থেকেই একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে যে, পশ্চিমবঙ্গে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যথেষ্ট আগ্রহী এবং তাদের একের পর এক পদক্ষেপ বুঝিয়ে দিচ্ছে যে, তারা এবার বাংলায় পরিবর্তন চায়। আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর বাংলায় পা রাখার আগেই সোশ্যাল মিডিয়ায় তৃণমূলকে যেভাবে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী, তাতেই স্পষ্ট যে, এবার বাংলা নিয়ে যথেষ্ট সিরিয়াস বিজেপি।

বলা বাহুল্য, আগামীকালই কলকাতার তিনটি মেট্রো রুটের উদ্বোধন করতে রাজ্যে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি কর্মীরাও প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে যথেষ্ট উজ্জীবিত।‌ কারণ ২০২৬ এর নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই সফর তাদের কাছে যথেষ্ট আশা ব্য যোগ দমদমে সেই প্রধানমন্ত্রী সভাকে ঘিরেও চলছে চূড়ান্ত প্রস্তুতি আর তার মাঝেই রাজ্যে পা রাখার আগেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন নরেন্দ্র মোদী।

সূত্রের খবর, এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। প্রধানমন্ত্রী লেখেন, “দিন দিন তৃণমূলের প্রতি জনরোষ বাড়ছে। আর তাই বঙ্গবাসীর অপেক্ষা করছে, বিজেপির ক্ষমতায় আসার। কারণ তারা বিশ্বাস করেন যে, বিজেপি ক্ষমতায় এলেই আসল উন্নয়ন হবে।” আর প্রধানমন্ত্রীর এই পোষ্টের ফলেই স্পষ্ট হয়ে যাচ্ছে, যে শুধুমাত্র প্রশাসনিক কর্মসূচি বা মেট্রো রেলের উদ্বোধন করতেই প্রধানমন্ত্রী কিন্তু বাংলায় আসছেন না। তার এখন প্রধান লক্ষ্য, বাংলায় তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা। তাই রাজ্যে পা রাখার আগেই তৃণমূলের বিরুদ্ধে রীতিমত ক্ষোভ উগড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়িয়ে দিলেন নরেন্দ্র মোদী বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।