প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বিজেপির পক্ষ থেকে বারবার করে বলা হয় যে, এই রাজ্যে চাকরি নেই, এই রাজ্যে ছেলেমেয়েদের ভবিষ্যৎ বলতে কিছু নেই। যার ফলে প্রচুর ছেলেমেয়ে আজ বাইরের রাজ্যে গিয়ে কাজ করছে। এমনকি বাস্তবের মাটিতে দাড়িয়েও সেটা অনেকে প্রত্যক্ষ করেছেন। কিন্তু এই রাজ্যের শাসক দল তা মানতে নারাজ। তাদের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে প্রচুর চাকরি হয়েছে। আর বাংলার মুখ্যমন্ত্রী এবং সরকারের ওপর নাকি অত্যন্ত নির্ভরশীল এখানকার যুবক যুবতীরা। কিন্তু ভোটের আগেই তৃণমূল সরকারের সেই বক্তব্যকে খন্ডন করে বাংলার কোন কোন পরিযায়ী শ্রমিকরা কোথায় কোথায় গিয়ে কাজ করছেন, এবার সেই তালিকা প্রকাশ করার হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

  1. পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল সরকারের বিরুদ্ধে এখন বিভিন্ন বিষয় নিয়ে পথে নেমেছে বিরোধীরা। এই রাজ্যের দুর্নীতির পর্দা প্রত্যেক দিন ফাঁস করে দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু এবার তিনি আরও বড় তালিকা প্রকাশ্যে আনার হুঁশিয়ারি দিলেন। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের পক্ষ থেকে বলা হয় যে, রাজ্যে প্রচুর চাকরি হয়েছে, সেখানে তাদের এই বক্তব্য যে সম্পূর্ণরূপে মিথ্যা, তা বারবার করে তুলে ধরেছেন শুভেন্দুবাবু। তবে এবার রাজ্যের ছেলেরা ভিন রাজ্যে গিয়ে যে কাজ করছে, সেই তালিকা প্রকাশ করার কথা জানিয়ে দিলেন তিনি।

এদিন মুর্শিদাবাদের বহরমপুরে পরিবর্তন সংকল্প সভায় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমার কাছে তালিকা আছে। গুজরাটে কত ছেলে কাজ করছেন, উত্তরপ্রদেশে কত ছেলে কাজ করছেন, মধ্যপ্রদেশে কত ছেলে কাজ করছেন, উড়িষ্যায় কত ছেলে কাজ করছেন। সেই তালিকা আমি বিধানসভা নির্বাচনের আগে প্রত্যেকটা বিধানসভায় দিয়ে দেব। তাদের নাম দিয়েছে পরিযায়ী শ্রমিক।” বিশেষজ্ঞরা বলছেন, শুভেন্দু অধিকারী যে নির্বাচনের আগে আরও অনেক তথ্য প্রকাশ করবেন, তা বলার অপেক্ষা রাখে না। তবে তিনি আজ যে হুঁশিয়ারিটা দিয়ে রাখলেন, তাতে সেই তালিকা যদি তিনি প্রকাশ করে দেন, তাহলে আরও একবার এই রাজ্যের সরকারের অব্যবস্থার কারণে দুর্নীতির কারণে যে প্রচুর যুবকদের ভিন রাজ্যে গিয়ে কাজ করতে হচ্ছে, সেই তথ্য প্রকাশ্যে চলে আসবে। আর তা যদি প্রকাশ হয়ে যায়, তাহলে বিধানসভা নির্বাচনের আগে আরও চাপের মুখে পড়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।