প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২৬ এর বিধানসভা নির্বাচনের আগে মানুষের মন জয় করতে তৃণমূল কংগ্রেসের সরকার বিভিন্ন প্রকল্প সামনে এনেছে। তাদের অন্যতম মডেল প্রকল্প হয়ে দাঁড়িয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান। যেখানে সাধারণ মানুষ এই কর্মসূচিতে এসে তাদের সমস্ত অভাব অভিযোগের কথা তুলে ধরতে পারেন এবং এই প্রকল্প গোটা দেশের মধ্যে মডেল বলেই দাবি করেন তৃণমূল কংগ্রেসের নেতারা। তবে বিরোধীরা অবশ্য এই প্রকল্পের যে কোনো সারবত্তা নেই, তা নিয়ে পাল্টা যুক্তি দেয়। আর এসবের মধ্যেই বিধানসভা নির্বাচন যখন দরজায় কড়া নাড়ছে, ঠিক তার আগেই নয়া কর্মসূচি শুরু করতে চলেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস।
আজ সকালেই হাওড়ার জেটিঘাটে পৌঁছে যান পশ্চিমবঙ্গের রাজ্যপাল। যেখানে জলপথে তিনি তার নয়া কর্মসূচি শুরু করবেন বলেই খবর। যে কর্মসূচির নাম দেওয়া হয়েছে, আমাদের গ্রাম, আমাদের রাজ্যপাল। জানা গিয়েছে, প্রথমেই জলপথে নাজিরগঞ্জে যাবেন পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান। যেখানে সাধারন মানুষ থেকে শুরু করে গ্রামবাসীদের সঙ্গে কথা বলবেন তিনি। এমনকি স্কুল পড়ুয়াদের সঙ্গেও কথা বলবেন সিভি আনন্দ বোস। আর তারপরেই সেখান থেকে সাঁকরাইল এবং বজবজে যাবেন তিনি।
বিশেষজ্ঞরা বলছেন, মানুষের মনের কথা জানতেই রাজভবনের পক্ষ থেকে এই নয়া কর্মসূচির ঘোষণা করা হয়েছে। যেখানে রাজ্যপাল সরাসরি মানুষের কাছে পৌঁছে যেতেই এই “আমাদের গ্রাম, আমাদের রাজ্যপাল” নামক কর্মসূচি নিয়েছেন। তবে অনেকে আবার বলছেন, সামনেই যখন নির্বাচন, তখন এই সমস্ত কর্মসূচির অপেক্ষা রাজ্যে যে অস্থির পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের সরকার তৈরি করার চেষ্টা করছে, যেভাবে তারা এসআইআর প্রক্রিয়ায় বাধা দান করার চেষ্টা করছে, সেই বিষয়েই বেশি নজর রাখা উচিত রাজ্যের সাংবিধানিক প্রধানের। রাজ্যের আইনশৃঙ্খলার যে পরিমাণ অবনতি হয়েছে, তাতে এই সরকারকে শিক্ষা দিতে যে যে দায়িত্ব এবং কর্তব্য পালন করা উচিত, সেই দিকেই বেশি মনোনিবেশ করা উচিত রাজ্যপালের বলেই দাবি করছেন বিরোধীদের একটা বড় অংশ।