প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে দুই একটি এলাকা আছে, যা ভোটের সময় তো বটেই, এমনকি সারা বছরও রাজনৈতিকভাবে অত্যন্ত উত্তাপ থাকে সেই সমস্ত এলাকায়। যার মধ্যে অন্যতম ভাঙ্গড়। সেখানে বিরোধী শক্তি হিসেবে আইএসএফ যথেষ্ট শক্তিশালী। এমনকি তাদেরই বিধায়ক রয়েছেন নওশাদ সিদ্দিকী। আর সেখানে আইএসএফ যথেষ্ট শক্তিশালী হওয়ার কারণে তৃণমূলের পক্ষ থেকে শওকাত মোল্লা এবং তাদের অনুগামীরা মাঝেমধ্যেই সন্ত্রাস করে বলে অভিযোগ তোলে বিরোধীরা। সামনেই বিধানসভা নির্বাচন। তবে এবার আর একতরফা মার খাওয়ার দিন নেই, এবার কেউ চোখ রাঙাতে গেলে যে পাল্টা জবাব দেওয়া হবে, তা বুঝিয়ে দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এতদিন মার খেলেও, এবার কাঁচা কঞ্চিতে তেল মাখিয়ে রাখার নিদান দিলেন তিনি।

এই রাজ্যের বুকে মাঝেমধ্যেই বিভিন্ন এলাকা উত্তপ্ত হতে দেখা যায়। ভাঙ্গড়ে আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং তার দল ব্যাপক লড়াই দেওয়ার কারণে তৃণমূল অনেকটাই ব্যাকফুটে রয়েছে। সেখানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস শওকত মোল্লাকে দায়িত্ব দিয়েছে জমি পুনরুদ্ধার করার। এতদিন সেখানে ব্যাপক সন্ত্রাস চালানোর অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। কিন্তু এবার আর মুখ বন্ধ করে থাকার দিন নেই। কেউ মার দিতে এলে যে পাল্টা জবাব দিতে হবে, প্রকাশ্য সভা থেকে সেই বার্তা দিয়ে রীতিমত শোরগোল ফেলে দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।

এদিন একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেন ভাঙ্গড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী‌। কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “কাঁচা কঞ্চিতে এখন থেকেই তেল মাখিয়ে রাখো। অনেক রাগ আছে বলো! খুব মেরেছে, আমরা এতদিন মারিনি। এবার চুক্তিবদ্ধ করে হবে। কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে হবে। শরীরে আর জায়গা হবে না। এত কাঁচা কঞ্চি দিয়ে চাপকাবে, রাগ মিটিয়ে নেবে।” বিশেষজ্ঞরা বলছেন, এতদিন তৃণমূল এই এলাকায় যে সন্ত্রাস চালিয়েছে, যেভাবে শওকাত মোল্লার বাহিনীরা তাদের ওপর অত্যাচার চালিয়েছে, তাতে ঘুরিয়ে সেই তৃণমূলের যারা অত্যাচার চালিয়েছে, তাদের উদ্দেশ্যেই এই ধরনের কড়া বার্তা দিলেন নওশাদ সিদ্দিকী। যার ফলে বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত হতে পারে ভাঙ্গরের রাজনীতি বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।