প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একসময় অনুব্রত মণ্ডল ভোট এলেই বিতর্কের শিরোনামে থাকতেন। তার বিভিন্ন মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ঝড় উঠতে দেখা যেত। তবে দীর্ঘদিন জেল খেটে আসার পর সেভাবে আর বিতর্কিত মন্তব্য করতে দেখা যায়নি তাকে। কিন্তু সম্প্রতি তৃণমূলের একের পর এক বিজয়া সম্মিলনীতে বিভিন্ন ব্লকে উপস্থিত হয়ে অনুব্রত মণ্ডল যেভাবে ২৬ এর নির্বাচন অত্যন্ত টাফ বলে মন্তব্য করেছেন, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল। অনেকেই বলেছিলেন যে, তাহলে কি অনুব্রত মণ্ডল ২৬ এর বিধানসভা নির্বাচনকে অত্যন্ত কঠিন নির্বাচন ভাবতে শুরু করেছেন? এবারের নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কা করছেন তিনি? এতদিন অনুব্রত মণ্ডলকে সেভাবে কোনো হুমকি দিতে দেখা যায়নি। জেল থেকে ফিরে আসার পর আগেকার অনুব্রত মণ্ডলের সঙ্গে এখনকার অনুব্রত মণ্ডলের আকাশ পাতাল ফারাক বলেই অনেকে মনে করেছিলেন। কিন্তু হঠাৎ করেই নির্বাচনের আগে আবার কি নিজের ফর্মে ফিরতে শুরু করলেন বীরভূমের কেষ্ট?

বর্তমানে তৃণমূলের বিভিন্ন ব্লক ধরে ধরে বিজয়া সম্মেলনী চলছে। আর এই বিজয়া সম্মেলনের মধ্যে দিয়েই রাজ্যের শাসক দল জনসংযোগের মরিয়া চেষ্টা চালাচ্ছে। আর সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই ইলামবাজারে বক্তব্য রাখতে গিয়ে ৬০ হাজার ভোটে লিড দেওয়ার নির্দেশ দেন অনুব্রত মণ্ডল। পাশাপাশি থাপ্পড় মেরে সেই ভোটবাক্সে বুঝিয়ে দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আর এখানেই প্রশ্ন যে, অনুব্রত মণ্ডল হঠাৎ করে কেন এই থাপ্পর মারার কথা বললেন? কাদের উদ্দেশ্যে তিনি এই থাপ্পর মারার কথা বললেন?

ইতিমধ্যেই গোটা বিষয়ে বিরোধীরা কটাক্ষ করতে শুরু করেছে। তাদের বক্তব্য, অনুব্রত মণ্ডল সাম্প্রতিককালে মন্তব্য করেছেন যে, ২৬ এর নির্বাচন অত্যন্ত কঠিন। আসলে তিনি মাটির গন্ধটা খুব ভালোমতোই বুঝতে পারেন। তিনি বুঝতে পারছেন যে, ২৬ এর ভোটে তৃণমূলের পরাজয়ের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাই এখন কোনোভাবেই কাজ হচ্ছে না জেনে নিজের পুরনো ফর্মে ফিরে কিছুটা ধমকি দিয়ে ভোট নেওয়ার চেষ্টা শুরু করে দিয়েছেন এই তৃণমূল নেতা বলেই কটাক্ষ বিরোধীদের।