প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আগামীকাল ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস। প্রত্যেক বছর এই শিক্ষক দিবসের দিনেই রাজ্যের পক্ষ থেকে শিক্ষারত্ন সম্মান দেওয়া হয়। কিন্তু আশ্চর্য জনকভাবে আগামীকাল শিক্ষক দিবস থাকলেও, আজই রাজ্যের পক্ষ থেকে সেই শিক্ষক দিবসের অনুষ্ঠান করা হয়েছে। যেখানে বক্তব্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই প্রত্যেকের মধ্যেই একটা প্রশ্ন ছিল যে, হঠাৎ করেই একদিন আগে কেন এই অনুষ্ঠান হচ্ছে? আগামীকাল যখন শিক্ষক দিবস, তখন সেদিনই কেন এই অনুষ্ঠান করা হলো না! আর এবার সেই বিষয়টি তুলে ধরেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
প্রসঙ্গত, এদিন লক্ষ্য করা যায় যে, মুখ্যমন্ত্রী শিক্ষক দিবস উপলক্ষে প্রত্যেক বছর যে ৫ সেপ্টেম্বর অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠান উপলক্ষে আজই বক্তব্য রাখছেন। অনেকের মধ্যেই একটা কৌতুহল ছিল যে, একদিন আগে কেন এই অনুষ্ঠান করা হচ্ছে? কিন্তু কেউই এই বিষয়টি নিয়ে অতটা মাথা ঘামায়নি। তবে বিধানসভার অধিবেশনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা যে পর্দা ফাঁস করে দিলেন, তাতেই প্রশ্ন উঠছে যে, কাদের জন্য মুখ্যমন্ত্রীকে একদিন আগেই শিক্ষক দিবসের অনুষ্ঠান সেরে ফেলতে হলো? কি এমন গোপন কারণ এর পেছনে রয়েছে?
এদিন সেই ব্যাপারে বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “আজকে আরও লজ্জার দিন। আগামীকাল শিক্ষক দিবস। আর আগামীকাল একটি বিশেষ সম্প্রদায়ের অনুষ্ঠান থাকার জন্য শিক্ষক দিবসের ডেট চেঞ্জ হয়েছে। শিক্ষক দিবস ৫ তারিখের বদলে ৪ তারিখে করেছে। এই লজ্জা রাখার জায়গা নেই।” বিশেষজ্ঞরা বলছেন, সত্যিই তো তাই। যদি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের উৎসবের কারণে শিক্ষক দিবসের অনুষ্ঠান এগিয়ে আনতে হয়, তাহলে সেই ৫ সেপ্টেম্বরের বিশেষত্ব থাকলো কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন বাংলা ও বাঙালিকে রক্ষা করার জন্য আন্দোলন করছেন। আর শিক্ষক দিবসের মত অন্যদিনের অনুষ্ঠান তিনি একদিন এগিয়ে আনলেন কেন? স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারী যে প্রশ্ন তুলে দিলেন, তা যদি সত্যি হয় এবং এই কারণেই যদি শিক্ষক দিবসের অনুষ্ঠান এগিয়ে আনা হয়, তাহলে বাংলা ও বাঙালির জন্য তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।