এখন পড়ছেন
হোম > রাজ্য > বাঁকুড়ার পর ফের বাম শিবিরে হানা দিলো তৃণমূল

বাঁকুড়ার পর ফের বাম শিবিরে হানা দিলো তৃণমূল

পঞ্চায়েত ভোটার আগে ফের ধাক্কা বাং শিবিরে। এদিন RSP-র জেলা নেতা স্বপন বন্দ্যোপাধ্যায় তৃণমূলে যোগ দেন।পূর্ব বর্ধমানের মেমারি ২ নম্বর ব্লকের একটি অনুষ্ঠান করে তৃণমূল আর সেখানেই যোগ দেন স্বপনবাবু। মন্ত্রী স্বপন দেবনাথ তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন। এদিন তৃণমূলে যোগ দিয়ে স্বপনবাবু বলেন,স্বপনবাবু বলেন, “পঞ্চায়েত ভোটে বিরোধীরা যাতে একটিও আসনে জিততে না পারে, সেইভাবে প্রস্তুতি নিতে হবে। ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে নামতে হবে। মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের অভাব-অভিযোগ শুনতে হবে। মুখ্যমন্ত্রীর উন্নয়নের কর্মকাণ্ডের কথা জনগনের কাছে তুলে ধরতে হবে।” পাশাপাশি দেবু টুডু বলেন, “কংগ্রেসের সাইনবোর্ডটাও বিক্রি হয়ে যাচ্ছে। CPI(M)-ও শেষ হয়ে গিয়েছে। এদের লোকজন এখন গেরুয়া ঝাণ্ডা ধরেছে। যারা সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে। পঞ্চায়েত ভোটে এদের যোগ্য জবাব দিতে হবে প্রতিটি আসনে জয়লাভ করে।”এদিনের অনুষ্ঠানে দলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি স্বপন দেবনাথ এবং জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু,ছাড়াও তৃণমূলের জেলা স্তরের অনেক নেতা উপস্থিত ছিলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!