এখন পড়ছেন
হোম > রাজ্য > বাংলা বিজয় করলে কি করবেন জানিয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

বাংলা বিজয় করলে কি করবেন জানিয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

ত্রিপুরা ভোট ব্যাপকবাবে জয়ের পর বঙ্গ জয়ের পর তার সাফল্য কিভাবে উদযাপন করবেন তা ঠিক করে ফেললেন।এদিন বিধানসভায় লজেন্স বেলালেন বিজেপি বিধায়ক তথা দলের রাজ্য সভাপতি দীলিপ ঘোষ ত্রিপুরাতে ব্যাপক ভাবে জেতার পর।তিনি জানিয়েছেন যে ত্রিপুরা ছোট রাজ্য বিধানসভায় আসনও কম তাই তিনি লজেন্স বিলিয়েছেন। অন্যদিকে বঙ্গ জয় হলে তিনি মালপোয়া খাওয়ানোর প্রতিশ্রুতি ও দেন তিনি। ত্রিপুরা জয়ের পর মুখমন্ত্রী জানান ত্রিপুরা ছোট রাজ্য ভোটার সংখ্যা কাউন্সিলর ভোটের থেকেও কম। তাঁর এই মন্তব্যবকে কটাক্ষ করেই এদিন দীলিপ ঘোষ এমন কর্মকাণ্ড চালিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন তিনি সিপিএম, তৃনমূল নির্বিশেষে লজেন্স বিলি করেছেন বলে জানা গেছে। লজেন্স নিয়েছেন ওঅনেক নেতাই আবার অনেকে বিষয়টি এড়িয়ে গেছেন। সূত্রের খবর লজেন্স নিয়েছেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী ও বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। তৃণমূল বিধায়ক সোনালী গুহ ও কংগ্রেস নেতা আব্দুল মান্নান বিষয়টি এড়িয়ে যান বলে জানা গেছে।যদিও সুজনবাবু ও সাব্যসাচীবাবুর লজেন্স নেওয়াতে রাজনৈতিক মহলে জল্পনা সৃষ্টি হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!