এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েত ভোট নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন বাবুল

পঞ্চায়েত ভোট নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন বাবুল

কর্মীসভায় যোগ দিতে এসে আজ পঞ্চায়েত ভোট নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন তিনি সাংবাদিক বৈঠকে বলেন যে, “পঞ্চায়েত ভোটে ব্যাপক হিংসা ছড়াবে রাজ্যে।”এদিন মুকুলবাবুকে ভোটার দ্বায়িত্ত্ব দেওয়া নিয়েই বলেন যে,“মুকুল রায়কে পঞ্চায়েত ভোটের দায়িত্ব দেওয়া হয়েছে। ফল নিয়ে এখনই কিছু বলব না। আপনারাও জানেন সিপিআইএম কীভাবে পঞ্চায়েত ভোট করত। এবছর আমরা সবাই একটা বিষয়ে একমত, পঞ্চায়েত ভোটে ব্যাপক হিংসা ছড়াবে। পঞ্চায়েত ভোট নিয়ে দিদি নানারকমের খেলাও খেলছেন। কখনও বলছেন এপ্রিলে হবে, কখনও বলছেন মে, কখনও আবার জুন। উনি যখনই ভোট করুন আমরা লড়ছি, লড়ব।”পাশাপাশি তৃণমূলকে আক্রমণ করে বলেন যে,“মানুষ তো ভোট দিয়ে তৃণমূল সরকারকে আনে না। ৩৪ বছর ধরে মানুষ সিপিআইএম সরকারকে রাখেনি। এরা ভোট লুট করে, গণতন্ত্রকে হত্যা করে নিজেরা ক্ষমতা ধরে রেখেছিল। সেই একই পথে হাঁটছে তৃণমূল।”এছাড়াও বারাবনি থানার সামনে বিজেপি কর্মীদের উপর তৃণমূলের হামলার প্রতিবাদও করেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!