প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কিছুদিন আগেই একুশে জুলাইয়ের সভা মঞ্চ থেকে কোচবিহারের দিনহাটার এক ব্যক্তিকে এনআরসি নোটিশ পাঠানো নিয়ে গর্জে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি বিজেপি শাসিত রাজ্যে বাঙালিরা হেনস্থা হচ্ছে, এই বিষয়কে সামনে রেখে দলকে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে নামার নির্দেশ দিয়েছেন তিনি। আর তার মধ্যেই এবার ফের বাংলার আরও এক ব্যক্তিকে এনআরসি নোটিশ পাঠানোর অভিযোগ উঠেছে। যার পরিপ্রেক্ষিতে গর্জে উঠেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, কিছুদিন আগেই কোচবিহারের দিনহাটায় এক ব্যক্তিকে এনআরসির নোটিশ পাঠানোর অভিযোগ উঠেছিল। অন্য রাজ্যের সরকার কি করে বাংলায় থাকা একজন ব্যক্তিকে এইভাবে নোটিশ পাঠাতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলে রাস্তায় নেমেছিল তৃণমূল। ২১ জুলাইয়ের সভা মঞ্চ থেকেও সেই বিষয়ে সোচ্চার হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার মধ্যেই ফের আসামের বিজেপি সরকারের পক্ষ থেকে বাংলার আরও এক বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠানোর অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, আসামের বিজেপি সরকারের পক্ষ থেকে বাংলার এক বাসিন্দাকে নোটিশ পাঠানো হয়েছে। যেখানে আলিপুরদুয়ারের ফালাকাটার এক বাসিন্দাকে এই নোটিশ পাঠানো হয়েছে বলে অভিযোগ। আর দিনহাটায় এক ব্যক্তিকে নোটিশ পাঠানোর পর এবার সেই উত্তরবঙ্গেরই আলিপুরদুয়ার জেলার ফালাকাটার আরও এক বাসিন্দাকে এইভাবে অন্য রাজ্যের সরকারের পক্ষ থেকে নোটিশ পাঠানোকে খুব একটা ভালো চোখে নিচ্ছে না নবান্ন। যাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বাংলা ও বাঙালিকে হেনস্থা করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, এই বিষয়কে সামনে রেখে ইতিমধ্যেই গর্জে উঠছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার মধ্যেই তার রাজ্যে থাকা একের পর এক ব্যক্তিকে অন্য রাজ্যের বিজেপি সরকারের পক্ষ থেকে পাঠানো এই নোটিশ মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বিজেপি বিরোধীতার সুরকে চওড়া করবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।