প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতে শুরু করে। যে ভিডিওর সত্যতা প্রিয়বন্ধু মিডিয়া যাচাই না করলেও, তা নিয়ে চর্চা শুরু হয় রাজ্য রাজনীতিতে। ঘোষবাবু বলে পরিচিত যে ব্যক্তিকে ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি কি দিলীপ ঘোষ? সেই বিষয়ে তৈরি হয় প্রশ্ন আর এসবের মধ্যেই দিলীপবাবু অবশ্য জানিয়ে দেন যে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আর আজ সেই সমাজমাধ্যমে ফাঁস হওয়া ভিডিওর পরিপ্রেক্ষিতে লালবাজারে একটি অভিযোগ দায়ের করলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি।

প্রসঙ্গত, গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়তে দেখা যায় দিলীপ ঘোষকে। অনেকেই বলতে শুরু করেন, এরকম করেই তিনি দলের মান সম্মানকে মাটিতে লুটিয়ে দিচ্ছেন। তার জন্যই বিজেপি এত বদনামের ভাগীদার হচ্ছে। তাই অবিলম্বে তার মত নেতাকে এবার এত বড় কুকীর্তির জন্য দল থেকে পাকাপাকিভাবে সরিয়ে দেওয়া হোক। যদিও বা দিলীপবাবু স্পষ্ট ভাবে জানিয়ে দেন যে, এর পেছনে গভীর চক্রান্ত রয়েছে।

আর এসবের মধ্যেই আজ লালবাজারে গিয়ে এফআইআর দায়ের করলেন সেই দিলীপ ঘোষ। এক্ষেত্রে যে ভিডিও ফাঁস হয়েছে, তা একেবারেই ভিত্তিহীন এবং তাকে ফাঁসানোর চক্রান্ত বলেই জানিয়ে দিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই প্রথমে একটি ভিডিও ফাঁস হওয়া এবং তারপর দিলীপ ঘোষকে নিয়ে চর্চা হওয়া এবং তারপর পরবর্তীতে সেই ভিডিওকে চ্যালেঞ্জ করে লালবাজারে সেই দিলীপবাবুর দায়ের করা অভিযোগ নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে নয়া গুঞ্জনের সৃষ্টি করেছে।