প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কাশ্মীরে জঙ্গি হামলার পাল্টা অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছে ভারত। যদিও বা পাকিস্তান এমন একটা ভাব দেখাতে শুরু করেছিল, যেন তাদের কিছুই হয়নি। ভারতের সামনে তারা কিছু বলতে পারছিল না। কিন্তু অন্যান্য দেশের কাছে তারা এটা প্রমাণ করার মরিয়া চেষ্টা শুরু করে দিয়েছিল যে, ভারত তাদের কিছুই করতে পারেনি। কিন্তু তাদের কতটা ক্ষতি হয়েছে, একমাত্র তারাই জানে। আর এই পরিস্থিতিতে অপারেশন সিঁদুর নিয়ে যখন সংসদে আলোচনা হচ্ছে, ঠিক তখনই সেই সংসদে দাঁড়িয়ে পাকিস্থানের উদ্দেশ্যে আবারও কড়া হুঁশিয়ারি দিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

বস্তুত, কাশ্মীরে জঙ্গি হামলার পাল্টা পাকিস্তানকে অপারেশন সিঁদুর চালিয়ে কড়া ভাষায় জবাব দিয়েছে ভারত। যার ফলে গর্বিত গোটা দেশ। তবে পাকিস্তান তারপরেও বড় বড় কথা বলতে শুরু করেছিল। তাই সেই জায়গায় দাঁড়িয়ে এবার সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা পর্বে আবার বেচাল আচরণ করলে পাকিস্তানকে যে আবার ভারত জবাব দেবে, সেই নিয়ে হুশিয়ারি দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী। পাশাপাশি পাকিস্তান যে ভারতের চালানো অপারেশন সিঁদুরের কাছে হার স্বীকার করেছে, সেই কথাও স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন তিনি।

এদিন সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, “পাকিস্তান কোনো টার্গেট হিট করতে পারেনি। সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ভারতের। ১০ মে পাকিস্তান হার স্বীকার করেছে। পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটিতে নিখুঁত নিশানা করেছে ভারত। অপারেশন সিঁদুর এখনও চালু রয়েছে। ভারতের এয়ার ডিফেন্স ও ড্রোন সিস্টেম ভালো কাজ করছে। পাকিস্তান বেচাল করলে ফের জবাব দেবে ভারত। ছায়াযুদ্ধ চালিয়ে যাওয়া পাকিস্তান উচিত শিক্ষা পেয়েছে। দেশ প্রতিকূল পরিস্থিতিতে জবাব দিয়েছে।”