প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে যারা বিরোধী রাজনীতি করে, তারা কতটা জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে পথ চলেন, তা সকলেই জানেন। কারণ এই পশ্চিমবঙ্গের বুকে বিরোধী রাজনীতি করলেই আপনাকে হয় আক্রান্ত হতে হবে, তা না হলে শাসকের কাছে নিজেকে সমর্পণ করতে হবে। আর যারাই শাসকের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করবে, তাদেরকেই পড়তে হবে চ্যালেঞ্জের মুখে। বহু ঘাত, প্রতিঘাতকে উপেক্ষা করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল সরকারকে প্রতিমুহূর্তে টাইট দিচ্ছেন। আর সেই শুভেন্দু অধিকারীর কোচবিহার সফরের আগেই সেখানে শুরু হয়ে গেল উত্তেজনা।
প্রসঙ্গত, আজই কোচবিহারে যাওয়ার কথা রয়েছে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কিন্তু তার সেই সফরের আগেই সেখানে তৃণমূলের বিরুদ্ধে এক বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, বিজেপি কর্মী অজিত বর্মনের মাথা ফাটিয়ে দিয়েছে তৃণমূল কর্মীরা। যেখানে বাঁশের লাঠি দিয়ে তাকে আঘাত করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই গোটা ঘটনায় রাজনৈতিক মহলে পারদ চড়তে শুরু করেছে।
বিজেপির দাবি, তৃণমূল কংগ্রেস এভাবেই গোটা কোচবিহার জেলা জুড়ে সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করেছে। রাজ্যের বিরোধী দলনেতা আসার আগে কি করে পরিস্থিতিকে উত্তপ্ত করা যায়, তার চেষ্টা করছে তারা। সেই কারণেই বেছে বেছে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করা হচ্ছে, তাদের মারধর করা হচ্ছে। রাজ্যের ক্ষমতায় থেকেও যেভাবে তৃণমূল এই দেউলিয়া রাজনীতি করছে, তা অত্যন্ত লজ্জাজনক। যারা ক্ষমতায় থাকার পরেও বিরোধীদলের নেতা কর্মীরা সুরক্ষিত থাকে না, সেখানে আইন-শৃঙ্খলা রক্ষা করতে তৃণমূলের প্রশাসন যে সর্বৈবভাবে ব্যর্থ এবং অবিলম্বে যে এদের রাজ্যের ক্ষমতা থেকে বিদায় জানানো প্রয়োজন, তা রাজ্যের মানুষ ভালোই উপলব্ধি করতে পারছেন। তাই এই সন্ত্রাসের বিরুদ্ধে ২০২৬ এই তৃণমূল মুক্ত বাংলা গঠন হবে বলেই দাবি গেরুয়া শিবিরের।