প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল খাগড়াবাড়িতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা হয়। আর তারপরেই শুভেন্দুবাবু অভিযোগ করেন যে, উদয়ন গুহর নেতৃত্বেই এই হামলা হয়েছে। ইতিমধ্যেই তিনি উদয়ন গুহ সহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। আর সেই ঘটনা নিয়েই এবার বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিংহ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করে শুভেন্দুবাবুকে মেরে ফেলার পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি করলেন তিনি। পাশাপাশি দল যদি তাকে দায়িত্ব দেয়, তাহলে তিনি এই উদয়ন গুহুর মত নেতাকে ঘরে ঢুকিয়ে দেবেন বলেও হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ।
প্রসঙ্গত, গতকালই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনা ঘটে। আর তারপরেই শুভেন্দুবাবু নিজেই অভিযোগ করেন যে, বুলেটপ্রুফ গাড়ি না থাকলে তিনি এতক্ষণে শেষ হয়ে যেতেন। আর এবার তার সুরেই সুর মিলিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গোটা ঘটনায় চক্রান্তের অভিযোগ তুললেন বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিংহ। একেবারে সরাসরি শুভেন্দু অধিকারীকে প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছে বলে দাবি করলেন তিনি। এমনকি যে উদয়ন গুহকে নিয়ে এত কথা হচ্ছে, তাকেও কি করে ঠান্ডা করতে হয়, সেই ব্যাপারেও রীতিমত হুঁশিয়ারি দিতে শোনা গেল অর্জুনবাবুকে।
এদিন অর্জুন সিংহ বলেন, “আমি অনেক আগেই বলেছিলাম যে, মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে মেরে ফেলার পরিকল্পনা করছে। নিরাপত্তা রক্ষীদের ভরসায় থাকলে তো শুভেন্দু অধিকারী মার্ডার হয়ে যেতে পারেন। একটা ডান্ডা পর্যন্ত চালায়নি সিকিউরিটিরা। মমতা ব্যানার্জির ফুল প্ল্যান ছিল। আর তার দায়িত্ব নিয়েছিল উদয়ন গুহ। এই উদয়ন গুহরা নিজেকে কি ভাবছে, ভারতবর্ষের আইনের উর্ধ্বে? এই উদয়ন গুহকে সঠিক ব্যবস্থা করার জন্য, সঠিক কাজ করা দরকার। আর সেটা অন্য কেউ পারবে না, আমি পারব। দল দায়িত্ব দিলে ওকে ঘরে ঢুকিয়ে দেব।” স্বাভাবিকভাবেই একদিকে শুভেন্দু অধিকারীর ওপর হামলা নিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ এবং অন্যদিকে রাজ্যের আরও এক মন্ত্রীকে রীতিমত হুঁশিয়ারি দিয়ে খবরের শিরোনামে চলে এলেন অর্জুন সিংহ। যাকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি।