প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন একটা ইস্যুকে সামনে রেখেই সবথেকে বেশি আন্দোলন করছেন, তা হচ্ছে, বিজেপি শাসিত রাজ্যে বাংলা ও বাঙালি হেনস্থা হচ্ছে। এমনকি বাঙ্গালীদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে বলেও অভিযোগ করছেন তিনি। তার দলের পক্ষ থেকেও ব্লকে ব্লকে মিছিল করে বাংলা ও বাঙ্গালীকে হেনস্থার প্রতিবাদে বিজেপিকে আক্রমণ করা হচ্ছে। আজও ঝাড়গ্রামে এই ইস্যুতে একটি মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই মিছিলের মাঝেই যে কাণ্ড ঘটালেন তিনি, তার ফলে বাড়তি হাতিয়ার পেয়ে গেল বিজেপি। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর একটি ভিডিওকে হাতিয়ার করে পোস্ট করে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, আজ ঝাড়গ্রামে বাংলা ও বাঙালির হেনস্থার প্রতিবাদে একটি মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মিছিলের মাঝেই তিনি বিদ্যাসাগরের একটি মূর্তিতে সম্মান জানানোর চেষ্টা করেন। যেখানে মুখ্যমন্ত্রী তার গলায় থাকা উত্তরীয় খুলে বিদ্যাসাগরের গলায় এক পুলিশ কর্মীর মাধ্যমে পড়িয়ে দেন। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই যে বাঙালি প্রেমের কথা মুখ্যমন্ত্রী বলছেন, এটা কি সেই বাঙালি তথা বর্ণপরিচয় স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই বিরোধী দলনেতার পোস্ট করা এই ভিডিওকে ঘিরে রীতিমত হইচই পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

বিজেপির দাবি, মুখ্যমন্ত্রী শুধুমাত্র বাংলা ও বাঙালিকে ব্যবহার করছেন ভোট পাওয়ার জন্য। তিনি বুঝতে পারছেন, এবার আর ক্ষমতায় থাকা হবে না। সেই কারণেই মিথ্যে কথা বলে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করার চেষ্টা করছেন তিনি। তবে মুখ্যমন্ত্রীর বাংলা ও বাঙ্গালীদের প্রতি কতটা সম্মান রয়েছে, তা তো এদিনের ঘটনার মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে গেল। প্রমাণ হয়ে গেল যে, তিনি বাংলার কোনো মনিষীকে সম্মান করেন না। তিনি নিজেকে শুধুমাত্র মহান ভাবেন। তাই নিজের গলার উত্তরীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গলায় পরিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বাংলার সংস্কৃতিকে তো বটেই, গোটা বাঙালি জাতিকে অপমান করলেন বলেই দাবি গেরুয়া শিবিরের।

বিশেষজ্ঞদের মতে, বাংলা ও বাঙালির অস্মিতা নিয়ে যখন মুখ্যমন্ত্রী পথে নামছেন, তখন শুভেন্দু অধিকারীর এই ধরনের ভিডিও পোস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি একেবারে মুখ্যমন্ত্রীর সাজানো পরিকল্পনা বানচাল করে দিলেন। যে মুখ্যমন্ত্রী এত বাঙালি প্রেম দেখাচ্ছেন, তিনি যে বাংলার কোনো মনিষীকেই সম্মান করেন না, তা এই একটি ভিডিও পোস্ট করেই বুঝিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। আর শুভেন্দু বাবুর পোস্ট করা এই ভিডিওকে হাতিয়ার করে বিরোধীরা যে আরও বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবে এবং মুখ্যমন্ত্রীর বাংলা প্রেম যে বড়সড় প্রশ্নের মুখে পড়ে যাবে, সেই বিষয়ে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা।