প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বানভাসি ঘাটালে বারবার করে নেতারা যায়, এলাকা পরিদর্শন করে এবং প্রতিশ্রুতি দেয়। কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি পূরণের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায় না এই রাজ্যের বর্তমান সরকারকে। সম্প্রতি সেই বানভাসি ঘাটালে গিয়ে বিজেপি ক্ষমতায় এলে ঘাটাল মাস্টার প্ল্যান করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি বারবার করে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্যের পক্ষ থেকে বলার পরেও যেভাবে তা পূরণ হয়নি, তা নিয়ে মুখ্যমন্ত্রীকে এবং ঘাটালের সাংসদকে খোঁচা দিয়েছেন তিনি‌। আর এই পরিস্থিতিতে আজ আবারও স্বাধীনতা দিবসের দিন সেবাদান কর্মসূচিতে সেই ঘাটালে উপস্থিত হলেন রাজ্যের বিরোধী দলনেতা।

বলা বাহুল্য, আজ দেশের ৭৯ তম স্বাধীনতা দিবস। যা গোটা দেশজুড়ে মহা সমারোহে পালন করা হচ্ছে। সকাল থেকেই শুভেন্দু অধিকারী একের পর এক কর্মসূচিতে যুক্ত হয়েছেন। নন্দীগ্রামে বিজেপির কেন্দ্রীয় কার্যালয় পতাকা উত্তোলন করার পর সেবাদান কর্মসূচিতে যুক্ত ছিলেন তিনি। আর তারপরেই শুভেন্দুবাবু পৌঁছে যান বানভাসি ঘাটালে। সেখানকার সাধারণ মানুষ যেভাবে বন্যা কবলিত এলাকায় যন্ত্রণার মধ্যে আছেন, তাতে এলাকাবাসীর পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি। যেখানে নৌকা করে নদীবক্ষে এলাকা পরিদর্শন করেন তিনি।

এদিন ঘাটাল এলাকায় পৌঁছে যান রাজ্যের বিরোধী দলনেতা। যেখানে দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্য রাখেন তিনি। পরবর্তীতে ঘোরইঘাট এলাকায় নদীবক্ষে নৌকো করে এলাকা পরিদর্শন করেন শুভেন্দুবাবু। ঘাটালের মানুষ যেভাবে যন্ত্রণার মধ্যে আছে তা নিয়ে আরও একবার রাজ্যকে কটাক্ষ করতেও দেখা যায় তাকে। বিশেষজ্ঞরা বলছেন, স্বাধীনতা দিবসের দিনে যখন সবাই অনুষ্ঠানে মেতে রয়েছে, তখন রাজ্যের বিরোধী দলনেতা কিন্তু ঘাটালের মানুষের যন্ত্রণার কথা ভোলেননি। তাই তারা যেভাবে বন্যা কবলিত এলাকায় কষ্টের মধ্যে রয়েছে, তাতে তাদের পাশে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপ সাধারণ মানুষের কাছে তাকে আরও আপন করে তুলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।