এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > সংখ্যালঘু ভোটব্যাঙ্ককে ‘ঘরে ফেরাতে’ বিশেষ পরিকল্পনা বামেদের

সংখ্যালঘু ভোটব্যাঙ্ককে ‘ঘরে ফেরাতে’ বিশেষ পরিকল্পনা বামেদের

রক্তক্ষরণ অনেক হয়েছে আর তা বন্ধ করে এবার ভোট বাক্সের দিকে নজর দিতে চান বামফ্রন্ট শীর্ষনেতৃত্ত্ব আর তাই সংখ্যালঘুদের কাছে টানতে এবার আসরে নামছে সিপিএম। আর তাই এবারে বাবরি মসজিদ ধ্বংসের ২৫ তম বর্ষে সংখ্যালঘু ভোটারদের নিয়ে মিছিল করার সিদ্ধান্ত নিল বামেরা। এর ফলে এক ঢিলে দুই পাখি মারতে চাইছে সিপিআইএম।
কেননা এই মিছিল করে মোদী সরকারকে তোপের মুখে ফেলতে চলেছে বামেরা, সঙ্গে দেখতে মরিয়া বর্তমান শাসকদল নয় সংখ্যালঘুদের ‘আসল বন্ধু’ বামফ্রন্টই। আগামী ৬ ডিসেম্বর এই মিছিল হবার কথা। জানা যাচ্ছে রাজ্য সিপিআইএম প্রায় ৪০০০০ থেকে ৫০০০০ সামর্থকে আনার পরিকল্পনা করছেন। আর তাঁরা আশাবাদী হয়তো এর থেকেও বেশি লোক আসবেন।তবে সেদিন তৃণমূল যুব কংগ্রেসের সভা আছে কলকাতায় তাই সভার অনুমতি মেলা নিয়েই থাকছে প্রশ্ন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!