প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সফরের দিকে তাকিয়ে ছিলেন বঙ্গ বিজেপির নেতাকর্মীরা। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী এসেছিলেন। আর আজ আবারও তার বঙ্গ সফর রীতিমত উদ্দীপনা বাড়িয়ে দিয়েছে গেরুয়া শিবিরের মধ্যে। ইতিমধ্যেই যশোর রোডে মেট্রো রুটের উদ্বোধন করে প্রধানমন্ত্রী পা রেখেছেন দমদমে বিজেপির রাজনৈতিক মঞ্চে। আর সেই মঞ্চে প্রধানমন্ত্রী পা রাখার পরেই প্রবল উদ্দীপনা দেখা গেল গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের মধ্যে।
প্রসঙ্গত, কিছুক্ষণ আগেই কলকাতা বিমানবন্দরে নেমেছেন প্রধানমন্ত্রী। আর তারপরে তিনি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সরাসরি চলে যান যশোর রোড মেট্রো স্টেশনে। সেখানে কলকাতার তিন মেট্রো রুটের উদ্বোধন করেন তিনি। আর তারপরেই সরাসরি দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের মাঠে, যেখানে বিজেপির রাজনৈতিক সভা হচ্ছে, সেখানে পৌঁছে যান প্রধানমন্ত্রী। আর তিনি মঞ্চে পৌঁছতেই বিজেপি কর্মীদের চরম উন্মাদনা চোখে পড়ে।
বিশেষজ্ঞরা বলছেন, বিজেপি কর্মীদের কাছে প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত আশাব্যঞ্জক। কারণ বিজেপি কর্মীরা চাইছেন যে, এবার তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে সমস্ত শক্তি লাগিয়ে দিক কেন্দ্রীয় বিজেপি। আর বর্তমান সময়কালে বারবার করে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে হাইপ্রোফাইল নেতারা বাংলায় আসার মধ্যে দিয়ে বিজেপি কর্মীদের কাছে একটা ধারণা স্পষ্ট হয়ে গিয়েছে যে, বাংলা নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব যথেষ্ট সিরিয়াস। তাই পরিবর্তনের লক্ষ্যে এবার প্রধানমন্ত্রী যেভাবে ২৬ এর আগে বাংলায় আবার সভা করতে আসলেন, তাতে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের জোরদার মাইলেজ পেল গ্রাসরুটে লড়াই করা বিজেপি কর্মী সমর্থকরা। আর তার ফল স্বরূপ নরেন্দ্র মোদীকে দেখে তাদের এই উচ্ছ্বাস বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।