প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
প্রাকৃতিক বিপর্যয় কখন কিভাবে নেমে আসে, তা কেউ বলতে পারে না। অতীতেও বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ গিয়েছে প্রচুর মানুষের। আর এবার সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান সীমান্তের কাছে পূর্ব আফগানিস্তান এলাকা। যেখানে ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারালেন প্রায় ২০ জন মানুষ। আর এই ভয়াবহ ভূমিকম্পে এলাকা কেঁপে ওঠার সঙ্গে সঙ্গেই রীতিমত আর্তনাদ শুরু হয়ে গিয়েছে।
জানা গিয়েছে, এদিন ভয়াবহ ভূমিকম্প হয়। যেখানে পাকিস্তান সীমান্তের কাছে পূর্ব আফগানিস্তানে এই ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন প্রায় ২০ জন মানুষ। এখনও পর্যন্ত আহতদের সংখ্যা ২৫ জনের কাছাকাছি বলে খবর পাওয়া যাচ্ছে। এছাড়াও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে যেখানে বহু বাড়িঘর পর্যন্ত এই ভূমিকম্পের তীব্রতার কারণে ভেঙে পড়েছে বলেই জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই গোটা এলাকা জুড়ে রীতিমত মানুষের কান্না এবং আর্তনাদ শুনতে পাওয়া যাচ্ছে।
বলা বাহুল্য, এদিন মধ্যরাতে কেঁপে ওঠে এলাকা। যেখানে স্থানীয় সময় ১১:৪৭ মিনিট নাগাদ এই ভয়াবহ ভূমিকম্প হয় বলে খবর। জালালাবাদের উত্তর-পূর্ব এলাকা থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল। যেখানে ২০ মিনিটের মধ্যে তিনবার এই ভূমিকম্প হয়েছে বলে জানা যাচ্ছে। স্বাভাবিক ভাবেই গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমত আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।