প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির পক্ষ থেকে ১৮০৪ জন দাগি অযোগ্যের তালিকা প্রকাশ করা হয়েছে। তবে যারা যোগ্য, তারা আজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন। আর সেখানেই শুভেন্দুবাবু তাদের আশ্বাস দিয়েছেন যে, তিনি রাজ্য সরকার এই যোগ্যদের পুনর্বহাল করতে যদি সর্বদলীয় বৈঠকে কোনো প্রস্তাব আনেন, তাহলে তাতে তারা সম্মতি দেবেন। পরবর্তীতে বিধানসভার বাইরে বিজেপি বিধায়কদের নিয়ে প্ল্যাকার্ড হাতে শিক্ষা নিয়োগ যে দুর্নীতি হয়েছে, তার বিরুদ্ধে সোচ্চার হন শুভেন্দুবাবু। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে স্লোগান তুলতে দেখা যায় বিজেপি বিধায়কদের। আর সেই কর্মসূচি থেকেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হুংকার ছাড়লেন রাজ্যের বিরোধী দলনেতা।
বলা বাহুল্য, এদিন রাজ্য বিধানসভার বাইরে যোগ্য চাকরিহারা ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী। তাদের পাশে দাঁড়িয়ে যথাসাধ্য আশ্বাস দেন তিনি। আর তারপরেই বিধানসভার ভেতরে প্রবেশ করে প্ল্যাকার্ড হাতে এই নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে স্লোগান তুলতে দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দুবাবু সহ বিজেপি বিধায়কদের। পরবর্তীতে বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গর্জে ওঠেন রাজ্যের বিরোধী দলনেতা। কিন্তু ঠিক কি বলেছেন তিনি?
এদিন শিক্ষা নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি থেকে সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতালার কথা তুলে ধরে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীকেও জেলে যেতে হবে বলে দাবি করেন তিনি। শুভেন্দুবাবু বলেন, “হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতলা যদি ৩০০০ প্রাথমিকে চাকরির জন্য জেল খাটেন, তাহলে মমতাও জেলে যাবে।” অর্থাৎ এবার আর রাখঢাক নয়। সরাসরি এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম নিয়ে শিক্ষা নিয়োগ দুর্নীতির কথা তুলে ধরে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা। স্বাভাবিকভাবেই শুভেন্দুবাবুর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে শাসক দলের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসে, সেদিকেই নজর থাকবে সকলের।