প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এতদিন ধরে রাজ্য বিধানসভায় শুধুমাত্র বেছে বেছে বিজেপি বিধায়কদের নিরাপত্তা রক্ষীদের বাইরে রাখা হত। কিন্তু তৃণমূলের বিধায়ক থেকে শুরু করে মন্ত্রীরা সবাই নিরাপত্তারক্ষী নিয়েই বিধানসভার ভেতরে ঢুকতেন। স্বাভাবিকভাবেই বারবার প্রশ্ন উঠেছে যে, আইন কি শুধুমাত্র বিজেপির জন্য? আর সেই জায়গায় দাঁড়িয়ে আদালত থেকে নির্দেশ আসতেই এবার শাসকদলের বিধায়ক থেকে শুরু করে মন্ত্রীরা তো বটেই, একেবারে স্বয়ং মুখ্যমন্ত্রীকেও ছেড়ে কথা বললেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী পদ থাকলেও, তিনি একজন বিধায়ক। তাই আইন যখন সকলের জন্যই সমান, তখন তাকেও তার নিরাপত্তারক্ষী বাইরে রেখেই বিধানসভায় প্রবেশ করতে হবে বলে রীতিমত হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর যদি এমনটা না হয়, তাহলে আইন ভঙ্গের জন্য তারা আবার আদালতে যাবেন বলেও জানিয়ে দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।
বলা বাহুল্য, দীর্ঘদিন ধরেই রাজ্য বিধানসভায় নিরাপত্তারক্ষী নিয়ে ঢোকার ক্ষেত্রে বিধি-নিষেধ ছিল বিজেপি বিধায়কদের। তবে আদালতে গিয়ে এই ব্যাপারে নিজেদের দাবি জানাতেই আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে, এবার থেকে রাজ্য বিধানসভায় কোনো সদস্য এবং মন্ত্রীরা তাদের নিরাপত্তারক্ষী নিয়ে ঢুকতে পারবে না। এক্ষেত্রে বিধানসভার সচিবালয়ের পক্ষ থেকেও সেই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। তবে অধ্যক্ষ জানিয়েছেন, এক্ষেত্রে একমাত্র মুখ্যমন্ত্রী ব্যতিক্রম। তিনি তার নিরাপত্তারক্ষী নিয়ে ঢুকতে পারবেন। আর সেই নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করতেই রীতিমত হুঁশিয়ারি দিয়ে বসলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনিও বুঝিয়ে দিলেন যে, মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে যদি আইন আলাদা হয়, তাহলে তারা সেই আইন ভঙ্গের জন্য আবার কড়া পদক্ষেপ গ্রহণ করবেন।
শুভেন্দু অধিকারী বলেন, “আবার কানমোলা দিয়ে দিয়েছি আমরা। মমতা ব্যানার্জির পিএসকেও বাইরের গেটে রেখে ঢুকতে হবে। চার বছর চার মাস কেন্দ্রীয় বাহিনীকে ঢুকতে দেয়নি। আমি এবং শঙ্কর ঘোষ হাইকোর্টে গিয়ে মমতার পিএসকেও বাইরে করে দিয়েছি আমরা হাইকোর্টে গিয়ে লড়াই করেছি। আমরা আমাদের পিএসওকে নিয়ে ঢোকার জন্য ইন্টারেস্টেড নই। কিন্তু এক যাত্রায় পৃথক ফল হয় না, অমৃতা সিনহা বলেছেন, যদি নিয়ম অমান্য হয়, তাহলে আসবেন। মমতা ব্যানার্জি ৪ তারিখে আসবে। যদি এক্ষেত্রে তিনি পিএসও নিয়ে ঢোকেন, তাহলে ৮ তারিখেই কোর্টে চলে যাব।” অর্থাৎ শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন যে, মুখ্যমন্ত্রী বলে তিনি বিশাল বড় কেউ নন। বিধানসভার আইন যখন সকলের জন্যই সমান, তখন রাজ্যের মুখ্যমন্ত্রীও তার নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভার ভেতরে প্রবেশ করতে পারবেন না। আর যদি তেমনটা তিনি করেন, তাহলে আইনগতভাবে আবার কলকাতা হাইকোর্টে পৌঁছে যাবেন রাজ্যের বিরোধী দলনেতা।