প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
দুর্ঘটনা বলে কয়ে আসে না। কখন কার সঙ্গে কি হয়ে যায়, কেউ কিছুই বলতে পারে না। আজ জীবনতলা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। আর সেই সময় হঠাৎ করেই ঘটে যায় ভয়ংকর দুর্ঘটনা। যেখানে তার পাইলট কারের সঙ্গে একটি বাইকের সংঘর্ষ হয়। যেখানে সেই পাইলট কারের চালক এবং বাইকের আরোহী দুইজনকেই ভর্তি করা হয়েছে হাসপাতালে।
সূত্রের খবর, এদিন জীবনতলা থেকে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয় রওনা দেয় রাজ্য বিধানসভার উদ্দেশ্যে। কিন্তু পথেই ঘটে যায় দুর্ঘটনা। যেখানে শওকত মোল্লা যে গাড়িতে ছিলেন, তার সামনেই ছিল একটি পাইলট গাড়ি। জানা গিয়েছে, রাস্তায় সেই পাইলটের গাড়ির সামনে একটি বাইক চলে আসে। যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক এবং পাইলট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। তবে অল্পের জন্য বিপদ থেকে রক্ষা পান তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।
কিন্তু কার কেমন ক্ষতি হয়েছে? যতদূর খবর পাওয়া যাচ্ছে, পাইলট কারের সামনের অংশ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। অন্যদিকে যে বাইক আরোহীর সঙ্গে পাইলট কারের সংঘর্ষ হয়েছে, সেই বাইকও ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই পাইলট কারের চালক এবং বাইক আরোহীকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। সেখানেই তাদের চিকিৎসা চলছে। অন্যদিকে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, তা নিয়ে তদন্ত শুরু করেছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ।