প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
অবশেষে আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। তবে যারা যোগ্য, যারা মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদেরকেও আগামীকাল পরীক্ষায় বসতে হবে। তাই যোগ্যরা প্রতিবাদে হিসেবে কালো ব্যাচ এবং পোশাক পড়ে পরীক্ষায় বসবেন বলেই খবর পাওয়া যাচ্ছে। আর সেই বিষয় নিয়েই তাদের প্রতিবাদী পদক্ষেপকে সমর্থন জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, ইতিমধ্যেই এসএসসির পক্ষ থেকে অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে। স্বাভাবিক ভাবেই যারা এই তালিকার বাইরে রয়েছেন, তারা যোগ্য। তাই যোগ্যরা দাবি করছিলেন যে, তাদের যাতে পরীক্ষায় বসতে না হয়, তারা যাতে চাকরিতে পুনর্বহাল হতে পারেন। আর সেই জন্য রাজ্য পদক্ষেপ গ্রহণ করুক। কিন্তু সেরকম কিছুই হয়নি। স্বাভাবিক ভাবেই যোগ্যদেরও আগামীকাল পরীক্ষায় বসতে হবে। তাই তারা প্রতিবাদ কালো ব্যাচ এবং পোশাক পড়ে পরীক্ষায় বসবেন বলেই জানা যাচ্ছে। এক্ষেত্রে তারা এতদিন কষ্ট করে মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়ে চাকরি পেলেও আবার নতুন করে তাদের মূল্যায়ন কেন হবে, সেই প্রশ্ন যোগ্যদের মধ্যে রয়েছে। তাই তাদের এই প্রতিবাদী পদক্ষেপ নিয়েই এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

এদিন এই ব্যাপারে সুকান্ত বাবুকে প্রশ্ন করা হয়েছিল। আর সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “তারা প্রতিবাদ জানাতেই পারেন। কারণ এটা প্রতিবাদ জানানোর একটা পদ্ধতি হতেই পারে। কারণ একজন শিক্ষক এত বছর ধরে চাকরি করার পর তাদের আবার পরীক্ষা দিতে হচ্ছে এবং পরীক্ষাটা কিন্তু অতটা সহজ নয়। কারণ তারা এতদিন নিজেরা পড়াশোনার মধ্যে ছিলেন না। কিন্তু স্কুলের পড়াশোনার মধ্যে ছিলেন। স্বাভাবিকভাবেই কারও পক্ষেই সম্ভব নয়। সেই ভাবে দিতে পারবেন না, যেভাবে প্রথমবার দিয়েছিলেন।”