প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল থেকেই চাচল থানার সামনে প্রতিবাদ চালাচ্ছেন উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু। গতকাল দুপুরে তিনি থানায় যান। আর সেখানে গিয়ে তিনি আইসির সঙ্গে দেখা করতে চান। কিন্তু আইসি সেই সময় থানায় ছিলেন না। আর তারপর থেকেই তার সঙ্গে দেখা করার দাবি নিয়ে ধর্নায় বসে যান এই বিজেপি সাংসদ। কিন্তু রাত পেরিয়ে সকাল হয়ে গেলেও এখনও পর্যন্ত ধর্না চালিয়ে যাচ্ছেন তিনি।

প্রসঙ্গত, বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে গতকালই চাচোল থানায় পৌঁছে যান বিজেপি সাংসদ খগেন মুর্মু। তিনি অভিযোগ করেন, তাদের কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। আর সেই কারণেই তিনি আইসির সঙ্গে দেখা করতে এসেছেন। কিন্তু সেই সময় আইসি না থাকায় রীতিমত ক্ষিপ্ত হয়ে ওঠেন উত্তর মালদহের বিজেপি সাংসদ। আর তারপরেই তিনি দাবি করেন যে, তিনি এখানে ধর্নায় বসে থাকবেন।

এদিকে সারারাত ধরে ধর্না চালানোর পরেও সকালেও সেই ধর্না চলছে বলেই খবর। যেখানে উত্তর মালদহ বিজেপি সাংসদ খগেন মুর্মু দাবি করেন, আইসির বিন্দুমাত্র সৌজন্যবোধ বলে কিছু নেই। যাদের পরিবারের সদস্যদের মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে, তাদের পরিবারের মহিলারা এখানে বসে রয়েছেন। কিন্তু এখানে এসে আইসি সামান্য দেখাটুকু করেননি। তাই তারা তাদের প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবেন। স্বাভাবিকভাবেই একজন আইসি কেন একজন জনপ্রতিনিধি এইভাবে ধর্না চালানোর পরেও তার সঙ্গে ন্যূনতম দেখাটুকু করছে না, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই ধর্না কর্মসূচি কতক্ষণ চলে এবং কখন আসেন চাচল থানার আইসি, সেদিকেই নজর থাকবে সকলের।