প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে সব থেকে বড় প্রশ্ন যে, বাংলায় এসআইআর হবে কি হবে না! তৃণমূল কংগ্রেস এই এসআইআরের বিরোধিতা করছে। অন্যদিকে বিজেপির দাবি, পশ্চিমবঙ্গে নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সংগঠিত করতে গেলে এসআইআর করতেই হবে। সাধারণ মানুষদের পক্ষ থেকেও দাবি উঠছে যে, বর্তমান পরিস্থিতিতে এসআইআর করা অত্যন্ত প্রয়োজনীয়। তাই সকলেই চাইছেন, এসআইআর হোক। আর এই পরিস্থিতিতে এবার বাংলায় এসআইআরের সম্ভাবনার নিয়ে যখন চর্চা চলছে, ঠিক তখনই রাজ্যের মুখ্য নির্বাচনী দপ্তরে হতে চলেছে গুরুত্বপূর্ণ বৈঠক।
জানা গিয়েছে, আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। যেখানে আভ্যন্তরীণ বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এসআইআরের আবহে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, তা নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন। কেননা ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী ১০ তারিখ দেশের সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। আর তার আগেই আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এই অভ্যন্তরীণ বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের বৈঠকের আগে রোডম্যাপ তৈরি করে নিতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন। তারা এসআইআরের জন্য কতটা প্রস্তুত, তা নিয়েই হয়ত আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে। আর সেই অনুযায়ী দিল্লিতে বৈঠকে তারা তাদের রিপোর্ট পেশ করতে পারেন। যদিও বা কি বিষয়ে আজকের এই বৈঠক, সেই সম্পর্কে এখনও চূড়ান্ত কোনো খবর সামনে আসেনি। তবে এসআইআর নিয়ে যখন চর্চা চলছে, তখন সেই বিষয়েই যে আজকের এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, তা নিয়ে একপ্রকার নিশ্চিত বিশেষজ্ঞরা। তবে আজকের এই বৈঠকের পর সাংবাদিকদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে কিছু জানানো হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।