প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
মেয়ের মৃত্যুর এক বছরের বেশি সময় পার হয়ে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তারা বিচার পাননি। যারা প্রকৃত দোষী, তাদের কবে শাস্তি হবে, সেই প্রশ্ন কুঁড়ে কুঁড়ে খাচ্ছে অভয়ার পরিবারের মধ্যে। রাজ্য প্রশাসনের প্রতি তাদের প্রথম দিন থেকেই আস্থা নেই। তবে তারা আশা করেছিলেন যে, সিবিআই বিচার দেবে। কিন্তু সিবিআইয়ের গতিপ্রকৃতি তিনি নিয়ে মাঝেমধ্যেই সংশয় প্রকাশ করেছে অভয়ার পরিবার। আর এবার সেই সিবিআইয়ের একাংশের বিরুদ্ধেই মারাত্মক অভিযোগ আনলেন অভয়ার মা-বাবা।

বলা বাহুল্য, গত বছরের ৯ আগস্ট আরজিকরের মর্মান্তিক ঘটনা ঘটে। তারপর অভয়ার মৃত্যুর বিচারের দাবিতে রাজ্য জুড়ে আন্দোলন হয়। এক বছর পূর্ণ হওয়ার পরেও সেই আন্দোলন থেমে থাকেনি। কিন্তু তারপরেও যারা তদন্তের দায়িত্বে রয়েছেন, তাদের কি ভূমিকা! তারা কেন এখনও পর্যন্ত এক বছর পেরিয়ে যাওয়ার পরেও সঠিক ব্যক্তিদের ধরতে পারছে না! কোথায় তৈরি হচ্ছে সমস্যা, এই প্রশ্ন অভয়ার পরিবারের মধ্যে রয়েছে। আর এবার একেবারে সংবাদমাধ্যমের সামনে চাঞ্চল্যকর দাবি করে বসলেন অভয়ার বাবা। সিবিআইয়ের বিরুদ্ধে ঘুষ নেওয়ার মত মারাত্মক অভিযোগ করলেন তিনি।

এদিন অভয়ার বাবা বলেন, “সিবিআই সব জানে, সব বের করেছে। আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, সিবিআই কাজ না করলে বেতন পায়। আর কাজ করলে ঘুষ পায়। এটা পরিষ্কার কথা।” আর অভয়ার বাবা যে তীব্র ক্ষোভ, অভিমান থেকেই এই ধরনের কথা বলছেন, তা বলার অপেক্ষা রাখে না। তবে তিনি হঠাৎ করে এই ধরনের কথা বলছেন কেন? তার মানে কি তার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য রয়েছে যে, তাদের মেয়ের মৃত্যুর বিচার ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে এই ক্ষেত্রে সিবিআই বিচার দেওয়ার বদলে ঘুষ খেয়েছে? কিন্তু যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে কারা একসঙ্গে জড়িত! প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।