প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একসময় তিনি নিজেই এই পার্টি অফিসের উদ্বোধন করেছিলেন। আর এবার নিজের হাতেই সেই পার্টি অফিস তালা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলেন চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। কিন্তু হঠাৎ করেই কেন দলেরই একটি অফিস বন্ধ করে দেওয়ার কথা বললেন তিনি? তৃণমূল বিধায়কের এই নির্দেশের পেছনে যে কারণ রয়েছে, তা শুনলে অনেকেই চমকে যেতে পারেন।
বলা বাহুল্য, গতকাল চুঁচুড়ার ব্যান্ডেল মোড় এলাকায় তৃণমূলের শ্রমিক সংগঠনের একটি অফিসের পাশ দিয়ে যাচ্ছিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। আর সেই সময়ই তিনি লক্ষ্য করেন যে তৃণমূলের অফিসের সামনে, গাজার ঠেক বসেছে। আর তা দেখেই রীতিমত ক্ষোভ উগড়ে দেন এই তৃণমূল বিধায়ক। তড়িঘড়ি তৃণমূলের এই পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি।
হঠাৎ করে কেন তিনি তালা বন্ধ করে দিলেন তৃণমূলের পার্টি অফিসে? বিধায়কের দাবি, তৃণমূল কখনও এই সমস্ত কাজকর্ম করে না। যারা এই সমস্ত কাজ করছিলেন, তারা সমাজ বিরোধী। তাই বাধ্য হয়েই তিনি এই পার্টি অফিস তালা বন্ধ করে দিয়েছেন। যদিও বা নির্বাচন সামনে আসছে। তাই এখন নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ করতে তৃণমূল বিধায়ক এই সমস্ত নাটক করছেন বলেই পাল্টা খোঁচা দিচ্ছে বিজেপি।