প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
ক্রমাগত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে নেপালে। আজ বিক্ষোভকারীদের চাপে রীতিমত পদত্যাগ করতে বাধ্য হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী। সংসদ ভবন থেকে শুরু করে সুপ্রিম কোর্টে আগুন জ্বলছে। যুব সমাজের বিদ্রোহ রীতিমত বিধ্বংসী আকার নিয়েছে গোটা নেপাল জুড়ে। আর এই পরিস্থিতিতে নেপালে যে সমস্ত ভারতীয়রা রয়েছেন, তারাও রীতিমত আতঙ্কের মধ্যে রয়েছেন। আর নেপালের এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবার ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে দেওয়া হলো বড় বার্তা।
সূত্রের খবর, ইতিমধ্যেই নেপালে থাকা ভারতীয়দের উদ্দেশ্যে বার্তা দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। যেখানে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে নেপালে থাকা ভারতীয়দের সতর্ক করা হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, “গতকাল থেকে নেপালে যা ঘটেছে, আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। নেপালে নিহতদের পরিবারকে সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা। নেপালের বন্ধু ও প্রতিবেশী হিসেবে ভারতের আশা, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে। নেপালে থাকা ভারতীয়রা সতর্ক থাকুন।”
বিশেষজ্ঞরা বলছেন, এর আগে শ্রীলংকা এবং বাংলাদেশেও এই পরিস্থিতি তৈরি হয়েছিল। একইভাবে সেখানকার সরকারকে পতনের মুখে ফেলে দিয়েছিলেন উন্মত্ত জনতা। আর ঠিক একই ঘটনার বহিঃপ্রকাশ দেখা গেল নেপালেও। সেখানেও সরকারকে সরানোই যে বিক্ষোভকারীদের একমাত্র লক্ষ্য ছিল, তা স্পষ্ট হয়ে গিয়েছে। তবে সেই নেপালে যে সমস্ত ভারতীয়রা রয়েছে, এবার তাদের সুরক্ষিত করতেই ভারতের পক্ষ থেকে বিদেশ মন্ত্রক নিজেদের বার্তা জানিয়ে দিলো।