প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনকর‌‌‌ পদত্যাগ করার পর বিরোধীরা বিভিন্নভাবে কেন্দ্রকে কটাক্ষ করার চেষ্টা করেছিল। কি কারণে তিনি পদত্যাগ করলেন, ভেতরে ভেতরে কি সমস্যা তৈরি হয়েছিল, তা নিয়ে বিভিন্ন প্রশ্ন বিরোধীদের পক্ষ থেকে তোলা হয়েছিল। এমনকি জগদীপ ধনকারকে দেখতে না পাওয়া নিয়েও বিরোধীরা নানা কটাক্ষ করতে শুরু করেছিল। সম্প্রতি উপরাষ্ট্রপতি নির্বাচন হয়েছে। আর আজ নয়া উপরাষ্ট্রপতি পদে সিপি রাধাকৃষ্ণন শপথ নেওয়ার দিনেই বিরোধীদের মুখে ঝামা ঘষে দিয়ে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর‌‌‌।

প্রসঙ্গত, সম্প্রতি উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে পরাজিত করে জয়লাভ করেন সিপি রাধাকৃষ্ণন। তার জয় নিশ্চিত থাকলেও বিরোধীদের যত ভোট পাওয়ার কথা, বি সুদর্শন রেড্ডি সেই সংখ্যার ভোট পাননি।স্বাভাবিকভাবেই এত ক্রস ভোটিং কি করে হলো, তাহলে কি বিরোধীদের মধ্যে থেকেই কেউ বা কারা শাসক দলের প্রার্থীকে সমর্থন করলেন, তা নিয়েও বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করে। যার ফলে যথেষ্ট চাপে পড়ে যায় বিরোধীরা। আর এই সমস্ত বিতর্ককে সরিয়ে রেখে আজ সিপি রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি পদে শপথ নিলেন।

তবে আশ্চর্যজনকভাবে এই অনুষ্ঠানে জগদীপ ধনকরের উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উপরাষ্ট্রপতি পদ থেকে তার পদত্যাগের পরেই বিরোধীরা নানা বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিল। তবে আজ নয়া উপরাষ্ট্রপতির শপথ গ্রহণে প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের উপস্থিতি বিরোধীদের সমস্ত প্রশ্নকে কার্যত ধূলিসাৎ করে দিলো। সব মিলিয়ে সকলের উপস্থিতিতে নয়া উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণন। যাকে শপথ বাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি।